বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধে জেরে গাছ কর্তন,থানায় অভিযোগ দায়ের।।

 

 

তরিকুল ইসলাম – বোরহানউদ্দিন প্রতিনিধি।

ভোলার বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জমি থেকে বিরুদ্ধের জেরে সুপারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ অজিউল্লাহর ও তার ছেলে আলাউদ্দিন এর বিরুদ্ধে।বুধবার ১৪ ফেব্রুয়ারি বিকালে এ অভিযোগ করেন রুহুল আমিন মিন্টু নামে এক ব্যক্তি।অভিযোগ করে রুহুল আমিন মিন্টু বলেন,কয়েক মাস পূর্বে,মৃত রওশন আরার ওয়ারিশ তাওহীদ ইসলাম ও খতেজা বেগমের নিকট হতে বিএস খতিয়ান ১১২৬ এর বিএস দাগ ৬৯৫০/৭০,৭০৫৮/৭০৫৯ দাগের ১২ শতাংশ জমি খরিদ করেন তিনি,জমি খরিদের পর থেকে রওশন আরার ফুফাত ভাইয়ের ছেলে অজিউল্লাহ রুহুল আমিন কে হুমকি প্রদান করলে রুহুল আমি স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতা দীর্ঘদিন সালিশ বৈঠকের আয়োজন করলে সমাধান না হওয়ায় আগামী বৃহস্পতিবার ১৫ ই ফেব্রুয়ারি দিন ধার্য করা হয় কিন্ত এর মধ্যে ১৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ৭ টায় ৬ টি সুপারি গাছ কর্তন করেন প্রতিপক্ষরা।এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন রুহুল আমিন মিন্টু।এদিকে রুহুল আমিন মিন্টু জানান,তার পরিবারকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন ও খাটো করার জন্য ফেসবুক বিভিন্ন রকম ভিডিও পোস্ট করেছেন অজিউল্লাহ এর ছেলে আলাউদ্দিন,তিনি এর তীব্র প্রতিবাদ ও জানান।এ বিষয়ে অজিউল্লাহর ছেলে আলাউদ্দিন বলেন,আমাদের ও আমার চাচার গাছ আমরা কেটেছি সালিশ বৈঠকে কাগজ অনুযায়ী যে পাবে আমরা সেটাই মেনে নেব এবং ফেসবুকে ভিডিও সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,ঘটনাগুলো আজকের নয় পূর্বের। বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম বলেন,বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ করেছেন রুহুল আমিন নামে এক ব্যক্তি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE