ভোলার কুঞ্জেরহাটে পোল্ট্রি সিন্ডিকেট,সাধারণ মানুষের ক্ষোভ।।

 

বোরহানউদ্দিন প্রতিনিধি: আজ ৯ জুলাই (রবিবার) রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার, উপশহর কুঞ্জেরহাট বাজারে, পোল্ট্রি ফিড শিল্প মালিক সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।বোরহানউদ্দিন পোল্ট্রি ফিড মালিক সমিতির সভাপতি মোঃ ইউসুফ হাওলাদার বলেন ,আমরা যেসব ক্ষুদ্র-মাঝারী পোল্ট্রি-ডেইরী খামারীরা আছি দিন রাত পরিশ্রম করেও মুরগির কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা লাভ করতে অনেক কষ্ট হয়। সেখানে দেখা যায় ,আমাদের কাছ থেকে বাজারে খুচরা পোল্ট্রি মুরগি ব্যবসায়ীরা মুরগি নিয়ে কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত লাভ করে। আমরা যে মুরগী কেজি প্রতি ২১০ টাকায় বিক্রি করি। সেই মুরগী কুঞ্জেরহাট বাজারের খুচরা ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিয়ে ২৮০ থেকে ২৯০ টাকা করে সাধারণ মানুষের কাছে বিক্রি করে। এতে যেমন সাধারণ জনগণ বাজারে এসে মুরগি ক্রয় করতে হিমসিম খেতে হয়। তাতে আমরা মুরগি খামারিরা ও অনেক ক্ষতিগ্রস্ত হইতেছি। তাই সাধারণ মানুষসহ কুঞ্জেরহাট বাজার কমিটি সহ সকলের কাছে অনুরোধ এইসব সিন্ডিকেট গুলো যেন বেঙ্গে দেয় ।তাতে সাধারণ জনগণ বাজারে এসে মুরগি ক্রয় করতে হিমসিম খেতে হবে না। এবং আমরা ও ক্ষতিগ্রস্ত হতে হবে না।এই বিষয়ে বোরহানউদ্দিন পোল্ট্রি ফিড মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শিমুল বাকলাই বলেন ,আমরা এসেছিলাম পোল্ট্রি মুরগি খামারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য এসে খামারিদের কাছ থেকে বেশ কিছু সমস্যার কথা শুনতে পেয়েছি বিশেষ করে কুঞ্জেরহাট বাজারে বেশ কিছু সিন্ডিকেট রয়েছে তারা মুরগির কেজি ২২০ টাকা দরে কিনে এনে বাজারে ২৮০ টাকায় বিক্রি করে। একজন খামারি দিন রাত পরিশ্রম করে সে কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা লাভ করতে অনেক কষ্ট হচ্ছে।এমনকি অনেক সময় দেখা যায় মুরগি ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। তাতে তারা লাভ করছে ২০ টাকা আর বা খুচরা বাজার ব্যবসায়ীরা লাভ করতেছে ৬০ টাকা।তাই আমরা বাজার কমিটি সহ ভোক্তা অধিকার ও প্রশাসনের,দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু বাজার গুলোতে পরিদর্শন করুন। এবং বাজারের মূল্য নির্ধারণে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন‌।এসময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন পোল্ট্রি ফিড ব্যবসায়ী সমিতির, সভাপতি মোঃ ইউসুফ হাওলাদার, আরও উপস্থিত ছিলেন, মোঃ শিমুল বাকলাই,সাধারণ সম্পাদক ও মোঃ সাগর হাওলাদার, কোষাধ্যক্ষ, মোঃ ইব্রাহিম মেম্বার, বোরহান গন্জ, মোঃ সিরাজ মেম্বার কাচিয়া, ইউনিয়ন ও বোরহানউদ্দিন পোল্ট্রি ফিড ব্যবসায়ী সমিতির নেতা বৃন্দ ও পোল্ট্রি ফার্ম খামারের ব্যবসায়ীরা।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE