ভোলাবাসীকে ড.শান্ত’র ঈদ শুভেচ্ছা।।

মনজু ইসলাম।। ভোলা বাসিকে পবিত্র ঈদুল আযাহ’র শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দেশবরেণ্য অর্থনীতিবিদ ড.আশিকুর রহমান শান্ত।২৯ জুন বৃহস্পতিবার ভোলাসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান যুবলীগের কেন্দ্রীয় এই নেতা।এসময় ড.আশিকুর রহমান শান্ত বলেন,কোরবানির একটি সুন্দর উৎসবে।ঈদুল আযহার এই শুভ দিনে আমাদের হাসতে শেখায়, ভালবাসতে শেখায়। ঈদুল আযহা মানুষকে ত্যাগের মহিমা শিখায়। আমাদের চারপাশের অসহায়দের নিয়ে এখনি চিন্তা করার সুবর্ন সময় এসেছে।আল্লাহ আমাদের উপর তার রহমত বর্ষণ করুন। ঈদ মোবারক!বেলা সাড়ে আটটায় ঘুইংগার হাট জামে মসজিদে ঈদুল আযহার‌ নামাজ আদায় করেন যুবলীগের কেন্দ্রীয় নেতা ড. আশিকুর রহমান শান্ত।এ সময় তুমি মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।এদিকে সকল সাড়ে সাতটায় দিকে ড.আশিকুর রহমান শান্ত তার বাবা ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও সাবেক এলজিইডি মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জুর কবর জিয়ারত করেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE