ভোলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

 

ইব্রাহিম আকতার আকাশ: ভোলা সদর, বোরহানউদ্দিন ও লালমোহনে পৃথক তিনটি দুর্ঘটনায় এক শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট থানায় এসব ঘটনায় তিনটি অপমৃত্যু মামলা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকালে ও বিকেলে পৃথক এই দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পৃথক তিনটি ঘটনার মধ্যে দু’জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। অপরজনের মৃত্যু হয়েছে পুকুরের পানিতে ডুবে।

জানা গেছে, লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হেলাল নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের দিনমজুর আলমগীর হোসেনের ছেলে।

একই ঘটনায় ভোলা সদর উপজেলার ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে গোয়ালঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামাল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই ওয়ার্ডের মো. রফিক মিয়ার ছেলে।

এছাড়াও বেলা সাড়ে ১১ টার দিকে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মাহমুদা নামের ৬ বছর বয়সী এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। শিশুটি ওই ওয়ার্ডের দিনমজুর মো. আল-আমীনের মেয়ে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE