ভোলায় ১ জেলেসহ ২ জনের মরদেহ উদ্ধার।

 

ইব্রাহিম আকতার আকাশ: ভোলায় এক জেলেসহ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পৃথক দুটি দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ট্রলারডুবিতে এবং অন্যজন মারা গেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।

শুক্রবার (১০ মে) সকালে পৃথক দুটি জায়গায় এ ঘটনা ঘটে।

ভোলা সদর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুই ব্যক্তির মধ্যে একজনের নাম হারুন মাঝি। তিনি সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

তাঁর ছেলে রুবেল হোসেন জানান, শুক্রবার ভোররাতে তাঁর বাবাসহ তাঁরা দুই ভাই মেঘনা নদীতে মাছ ধরতে যায়। ভোর সাড়ে ৫ টার দিকে একটি বার্জের সঙ্গে তাদের ট্রলারটির ধাক্কা লাগে। এসময় তিনি ও তাঁর ভাই নদীতে পড়ে অন্য জেলে ট্রলারের মাধ্যমে তীরে ওঠে আসলেও বার্জের নিচে পড়ে তাঁর বাবা আটকা পড়েন। দু’ঘন্টা পর স্থানীয় জেলেরা তাঁর বাবা হারুন মাঝির মরদেহ উদ্ধার করে।

অপরদিকে সদরের আলীনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফারুক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই ওয়ার্ডের আইয়ুব আলীর ছেলে।

স্বজনরা জানান, শুক্রবার সকালে পাশ্ববর্তী মনির হোসেন নামের এক ব্যক্তির গাছ কাটতে গিয়ে অসাবধানতাবশত ফারুক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে পড়েন। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, উভয় ঘটনা দু’টির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE