ভোলার পুলিশের সাথে মোটর সাইকেলের শত্রুতা কি?

টিপু সুলতানঃ ভোলার সফল পুলিশ সুপার সাইফুল ইসলম বিপিএম পিপিএম এর কাছে সম্প্রতি ভোলার রাস্তার দুর্ঘটনা নিয়ে নানা প্রশ্নের উত্তর খুজছেন। তাদের প্রত্যেকেই মাননীয় পুলিশ সুপারে কে একটি প্রশ্নই বেশি করছেন যেটা হলো ভোলার রাস্তায় মানুষের প্রাণঘাতী যান হলো অটো রিক্সা বোরাক, নসিমন-করিমন, ট্রাক ও যাত্রীবাহী ফিটনেস বিহীন গাড়ী। ভোলার ট্রাফিক বিভাগ বা পুলিশ এসকল অবৈধ মোটরযানের বিরুদ্ধে ব্যাবস্থা না নিয়ে কেন কেবল মাত্র মোটর সাইকেলের বিরুদ্ধেই অভিযান পরিচালনা করেন। প্রতিটি সাধারন মানুষ সম্প্রতি এই একটি বিষয় ই ভোলার দক্ষ পুলিশ সুপারের কাছে যানতে চাইছেন। ভোলার অপরিকল্পীত চিপা রাস্তার যানজট ভোলার পুলিশ সুপারের একটি সিদ্ধান্তে নিয়ন্ত্রনে নিয়ে আসতে পারলে তার মত পুলিশ সুপার কেন অবৈধ যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করতে পারবেন না এমনটাই বাব বার সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন অপলাইনে জানতে চেয়েও কোন উত্তর খুজে পাচ্ছেন না। কেবল মাত্র মোটর সাইকেলে ভোলার ট্রাফিক পুলিশ অভিযানে সীমাবদ্ধ না থেকে সকল প্রকার অবৈধ ফিটনেস বিহীন অবৈধ মোটরযানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভোলার রাস্তাকে করবে নিরাপদ এমনটাই পুলিশ সুপাররের কাছে দাবী জেলার সাধারণ মানুষের।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE