ভোলার ২৮ ইয়াবা লর্ডের তালিকা এখন পুলিশের হাতে- পুলিশ সুপার

 

টিপু সুলতান।।  ভোলার ইয়ায়াবা ব্যাবসায়ীদের তালিকা এখন পুলিশের হাতে। আগে এই তালিকায় ১৪ জন গর্ডফাদারের নাম থাকলেও নতুন তালিকায় নাম এসেছে ২৮ জনের। এদের মধ্য অনেকর স্টার এখনো ১টি আবার ২ স্টারের লর্ডরাও রয়েছে এ তালিকায়। বাহিরের জেলা থেকে ইয়াবা বহন করে নিয়ে আসা ধরা পরা আসামীদের স্বীকারোক্তিতে দেয়া তাদের গর্ডফাদারদের নামের উপর ভিত্তি করেই এ তালিকা তৈরী করা হয়েছে। ধরা পরা আমামীদের মধ্যে ১০ জন আসামী ভোলায় কাদের জন্য এ ইয়াবা এনেছে এমন প্রশ্নের উত্তরে ভোলার এক ব্যাক্তির নাম ১০ বার আসলেই কেবল উঠবে ওই তালিকায়। এভাবে নাম বলার রেকর্ডের উপর ভিত্তি করেই ভোলার ইয়াবা গর্ডফাদারদের রেংকিং করা হয়েছে। তাদের টাকা পয়সার লেনদেনের খোঁজ খবরও মিলিয়ে নিচ্ছে পুলিশ। গতকাল ১৭ এপ্রিল ভোলা প্রেসক্লাবে সময় টিভির ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম পিপিএম।
ঘন্টা ব্যাপি মতবিনিময়ে তিনি আরো বলেন, পুলিশের কোন সদস্য অপরাধে জড়ালে তার দায়িত্ব তাকেই নিতে হবে। বাংলাদেশ পুলিশ কারো ব্যাক্তিগত দায় বহন করবেনা। ঈদে ঘর মুখো মানুষ যাতে নিরাপদে ফিরতে পারে তার জন্য পুলিশ নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাবে। এ ছাড়া ট্রাফিক পুলিশ ভোলার যানজট নিরসনে কার্যকরি পদক্ষেপ গ্রহন করেছেন। ইলিশা রোডে নির্মানাধিন ব্রিজের কাজ চলায় যাতে করে ঢাকা ও চট্রোগ্রাম থকে আসা যাত্রীদের দুর্ভোগ না হয় সে দিকেও নিয়মিত মনিটরিং করবে ভোলার পুলিশ। খোলামেলা আলোচনায় আগামি দিনগুলোতে ভোলার পুলিশের করনীয় নিয়েও আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, ভোলা কমিউনিষ্ট পার্টির সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, , সম্পাদক অমিতাভ রায় অপু, নজরুল হক অনু,সাহাদাত হোসেন শাহিন,হারুন অর রশিদ, মোঃ আফজাল হোসেন, মেজবাহ উদ্দিন শিপু, এম হেলাল উদ্দিন, মোঃ মনিরুল ইসলাম, নাসির লিটন, মোঃ কামরুল ইসলাম, এইচ এম জাকির, এম সিদ্দিকুল্লাহ, মোঃ তৈয়বুর রহমানসহ ভোলা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিক ও ফটো সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকরা পুলিশ সুপারের গত ৬ মাসের কাজের প্রশংসা করেন, বিশেষ করে মেধার ভিত্তিতে বিনা টাকায় পুলিশ নিয়োগে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাথে সাথে সময়টিভি ভোলার এসসিয়েট সিনিয়র স্টাফ রিপোর্টার নাসির লিটনের ভুয়ষী প্রশংসা করে বলেন, নাসির লিটন ও সময় টিভি অতিতে যেভাবে ভোলার দুর্দশা, ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন, আগামিতেও তার ধারাবাহিকতা অব্যহত রাখবেন। তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানটি আরো প্রানবন্ত হয়ে উঠে।

SHARE