প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই পুলিশের খাঁচায় বন্দি

আদিত্য জাহিদ চরফ্যাশন থেকে,ভোলানিউজ.কম

ভোলা জেলার চরফ্যাশনের শশীভুষন থানায় প্রতিপক্ষের বাড়িতে থ্রিনটথ্রি ৩০৩ রাইফেলের পরিত্যক্ত ১৮৫টি কার্তুজ ও ৭রাউন্ড মটর সেলের গুলি রেখে তাকে ফাঁসাতে গিয়ে নিজেই পুলিশের খাঁচায় বন্দি হলেন মোশাক্কারুল ইসলাম মিশন নামে এক ছাত্র। শনিবার ভোররাতে উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামে এ ঘটনা ঘটে।

মোশাক্কারুল ইসলাম মিশন ওই এলাকার বাসিন্দা আলমীগ হোসেনের ছেলে বলে জানাযায়।

জানাযায়, গ্রেপ্তারকৃত মিশন চরফ্যাশনের গোলা সরকারি কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তিনি জানান, বেশ কিছুদিন ধরে মামা নূরনবীর সঙ্গে তার খালাতো ভাই সুমনের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরধরে সুমনের বসতবাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় ১৮৫টি কার্টুজ রাখে মামা। পরে তাকে দিয়ে রাত আনুমানিক ২টার দিকে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদারকে ফোন দিয়ে অস্ত্রের খবর দেওয়া হয়।

খবর পেয়ে শশীভুষন থানার ওসি হানিফ সিকদারসহ সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে রাতে চর ফকিরা গ্রামে গেলে মোশাক্কারুল মিশন সুমনের বাড়ির পাশে রাখা সেই অস্ত্র ও কার্টুজ দেখিয়ে দেয়।

এসময় অভিযান চালিয়ে ওসি হানিফ সিকদার ১৮৫  রাউন্ড গুলি ও ৭রাউন্ড মটর সেলের গুলি উদ্ধার করার পর মোশাক্কারুল মিশনকে আটক করেন। জিজ্ঞসাবাদে মোশাক্কারুল মিশন পুলিশকে দেয়া তথ্যে এরসাথে  নুরনবী নামের একজন জড়িত।

ওসি হানিফ সিকদার আরো জানিয়েছেন, মোশাক্কারুল ইসলঅম মিশনের দেয়া তথ্যে জড়িত নুরনবীকে গ্রেফতারের চেষ্টা চলছে, পলাতক রয়েছে।

(আল-আমিন এম তাওহীদ, ৫মে-২০১৮ইং)

SHARE