ভোলায় এতিম সন্তানের উপর দুই ভাইয়ের বর্বরোচিত হামলা

 

সিনিয়র স্টাফ রিপোর্টার: ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের চরনোয়াবাদ ৯ নম্বর ওয়ার্ডে জমিসংক্রান্ত বিরোধে ২ এতিম সন্তানকে বেধড়ক মারধর করেছে প্রতিপক্ষরা।

বৃহস্পতিবার (২ মে) সকালে চরনোয়াবাদ এলাকার মৃত আব্দুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে।

হামলায় আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহত ৩ জন হলেন- চরনোয়াবাদ এলাকার মৃত ইলিয়াস হোসেনের মেয়ে নিপা আক্তার, ছেলে মামুন হোসেন ও স্ত্রী সুফিয়া বেগম।

আহত সুফিয়া বেগম অভিযোগ করে বলেন, মৃত আব্দুল কাদেরের বোন শরবাণু বেগম ও নুরবানু বেগমের কাছ থেকে কালু হোসেন ৮ শতাংশ জমি ক্রয় করেন। আব্দুল কাদেরের মৃত্যুর পর তার ছেলে ইলিয়াস অবশিষ্ট সম্পত্তির অংশীদারি ভাগ পায়। গেল কয়েকবছর আগে ইলিয়াস মারা গেলে তার সন্তান নিপা বেগম, মামুন ও স্ত্রী সুফিয়া বেগম অংশীদারি ভাগ পায়। সেই অংশীদারি জমিতে প্রতিপক্ষের কালু হোসেন, নুরনবী ওরফে হাফেজ ও মো. শাকিল দখল করতে যায়।

এসময় নিপা, মামুন ও তাদের মা প্রতিপক্ষদেরকে বাঁধা দিলে তারা এলোপাতাড়ি দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে মারধর করে। তাদের হামলায় নিপা বেগমের বা কানের একাংশ ছিঁড়ে গেছে। এছাড়াও তার শরীরের স্পর্শকাতর জায়গা আঘাতপ্রাপ্ত হয়।পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

তাদের অভিযোগ উক্ত ঘটনায় তারা থানা পুলিশের দারস্থ হলেও পুলিশ এতে গড়িমসি করেন।

এ বিষয়ে প্রতিপক্ষরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। ঘটনার বিষয়ে অভিযুক্তদের বাড়িতে গেলে তারা সাংবাদিক দেখে ছিটকে পড়েন।

ভোলা সদর মডেল থানার ওসি মনির হোসেন মিঞা জানান, উক্ত ঘটনার বিষয়ে তিনি অবগত নন।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE