বাংলাবাজার টিটিসি’র আজ ড্রাইভিং প্রশিক্ষণ এর শেষ ক্লাস অনুষ্ঠিত

 

 

সিমা বেগম ভোলাঃ ভোলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), বাংলাবাজার গতকাল  ৩০ আগষ্ট(সোমবার ) সর্বশেষ প্রশিক্ষন ক্লাশ অনুাষ্ঠিত হয়েছে। Skills For Employment Investment program (SEIP) এর আওতায় “মটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স প্রোগাম” প্রশিক্ষণ নেন জেলার ভিভিন্ন প্রান্ত থেকে আসা বেকার যুবকরা। এটি জানুয়ারী-২১ থেকে এপ্রিল-২১ পর্যন্ত ট্রান্স-২ এর ৩য় ও ৪র্থ ব্যাচ এর প্রশিক্ষণ হয়। নিয়ম অনুযায়ী এতে সর্বমোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।আজ সর্বশেষ প্রশিক্ষণ ক্লাশে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ রহিজ উদ্দিন, তিনি প্রশিক্ষনার্থীদের যোগ্যতা যাচাই করে দেখেন।এসময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “সরকার বেকার যুবদের প্রশিক্ষণের মাধ্যমে কাজের সুযোগ করে দিচ্ছে, এখান থেকে তোমরা যারা প্রশিক্ষণ নিয়েছে তারা ড্রাইভিং পেশার মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহোর পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করবে বলে আমার বিশ্বাস।বৈদেশিক কর্মসংস্থান এর সুবিদার্থে এর সাথে আরবী ও ইংরেজী শিক্ষার ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।এসময় তিনি প্রশিক্ষনার্থিদের প্রগামের টি-শার্ট উপহার দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোটর ড্রাইভিং কোর্স এর প্রশিক্ষক মোঃ রকিব উদ্দিন। তিনি বলেন “আমরা অত্র প্রশিক্ষণার্থীদের হাতে কলমে ড্রাইভিং, বেসিক মেইনটেনেন্স ও আরবী, ইংরেজী ভাষার উপর প্রশিক্ষন প্রদান করেছি। শিক্ষার্থিরাও ভালভাবে শিখেছে, অত্র কোর্স এর মাধ্যমে তারা দক্ষ ডাইভিং করতে শিখেছে।এসময় আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষক জনাব মিজানুর রহমান, তিনি বলেন, “আমরা এখানে ২০ থেকে ৩৫ বছর পর্যন্ত যুবকদের প্রশিক্ষন দিয়েছি। আমরা মহিলা, দারিদ্র, সুবিধাবঞ্চিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, এতিম জনগোষ্ঠীদের ভর্তির ক্ষেত্রে অগ্রাদিকার দিয়ে থাকি। অনুষ্ঠানে প্রশিক্ষক মোঃ জসিম বলেন, প্রতি ব্যাচে ২০ জন করে দুই ব্যাচে মোট ৪০ জন প্রশিক্ষন নিয়েছি।এ কোর্স এ প্রশিক্ষণার্থীরা হলেন, মোঃ আমজাদ হোসেন, মোঃ মিজানুর রহমান, মইনুল হোসাইন, নয়ন চন্দ্র ভক্ত, মোঃ জুয়েল, মোঃ হানিফ, মোঃ জুয়েল দেওয়ান, মোঃ মোসলে উদ্দিন, আব্বাস উদ্দিন, মোঃ জিহাদ, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোঃ আব্বাস উদ্দিন, মোঃ মনির হোসেন, মোঃ আমিনুল হক, মোহাম্মদ সাগর হোসেন, মোঃ সবুজ, মোঃ কাওছার, মোঃ আজাদ, আবদুর রহিম, রুহুল আমিন, হাবিবুল্লাহ বাহার, মোঃ মমিনুল ইসলাম হাবিব, রনজিৎ চন্দ্র মজুমদার, মোঃ মুন্না, মোঃ শরিফুর রহমান, মোঃ ফিরোজ, মোঃ রাসেল, মোঃ জাহান, মোঃ শরীফ হোসেন, মিজানুর রহমান, আবদুল্লাহ হোসেন, মোঃ শাকিল হোসেন, আবদুর রাজ্জাক, মোঃ আবুল কালাম, করর তসলিম, মোঃ মহিবুল্লাহ, মোঃ নিরব হোসেন, মোঃ মনির, মোঃ সহিদুল ইসলাম, মোঃ সাহিদুল ইসলাম, মোঃ দিদার নেহাল ও সমুজ্জল চন্দ্র দাস।প্রশিক্ষণার্থী মোঃ রাসেল বলেন, ‘‘প্রত্যেক শিক্ষকগন আমাদের খুব যত্ন সহকারে প্রশিক্ষন প্রদান করেছেন, বিশেষকরে রকিব স্যার ও মিজান স্যার আমাদের শেখাতে অনেক কষ্ট করেছেন”।আর এক প্রশিক্ষণার্থী মোঃ শরীফ হোসেন বলেন “শিক্ষকরা খুব আন্তরিক ছিলেন তাই আমরা কোর্সটি সম্পন্ন করতে পেরেছি”।বর্তমান কোর্স টি প্রতি মাসে ২২ দিন করে ৪ মাস অর্থৎ ৩৬০ ঘন্টা হওয়ার কথা থাকলেও মহামারি করোনার কারনে প্রশিক্ষন সময়ে কিছুটা পরিবর্তন হয়। প্রশিক্ষণার্থীদের যাতায়াত হিসেবে প্রতিদিন ১০০ টাকা করে ভাতা প্রদান করা হয়েছে।কোর্স শেষে বিআরটিএ কর্তৃক পরিচালিত পরীক্ষায় উর্ত্তীর্ণ প্রশিক্ষনার্থীদের পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে এক্ষেত্রে প্রশিক্ষনার্থীদের কোন ফি দিতে হবে না। আগামী ৩১-০৮-২০২১ ইং তারিখ বিআরটিএ কর্তৃক পরিচালিত টেস্ট পরীক্ষা অনুষ্টিত হওয়ার কথা রয়েছে।

SHARE