ভোলায় চাল চোরদের বিরুদ্ধে সবুজ মেম্বারের অন্যরকম প্রতিবাদ

টিপু সুলতানঃ

ভোলার মিডিয়া পাড়ায় যখন ইউপি মেম্বারদের চাল চুরি নিয়ে সমোলোচনার ঝড় তখনি ব্যাতিক্রমধর্মী প্রতিবাদ দেখালেন ভোলার কাচিয়া ইউনিয়নের সবুজ মেম্বার। নিজের কষ্টে অর্জিত অর্থে ইউনিয়নের অসহায় ৫১ পরিবারের দায়িত্ব নিয়ে তাদের ঘরে পৌঁছে দিলেন খাদ্য সহায়তা। ঐ প্যাকেটে প্রতিটি পরিবারের লগ ডাউনের ১ মাসের খাদ্যসহ হাত ধোয়ার সাবানও ছিলো। মেম্বারের এই ব্যাতিক্রমি প্রতিবাদে ভোলার সামাজিক ও পেশাজীবী সংঘঠনসমূহ তাকে অভিনন্দনের পাশাপাশি তার এই জনহিতকর কাজ বাংলাদেশের মেম্বারদের জন্য একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও তারা জানান। সবুজ মেম্বার ভোলা নিউজকে বলেন, আমাদের জনপ্রিয় চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব ইউনিয়নের প্রায় সকল অসহায়দের ঘরে কয়েক ধাপে খাবার পৌঁছে দিয়েছেন। তারপরেও আমি বর্তমান সময়ে মেম্বারদের বিরুদ্ধে যে চাল চুরির অভিযোগ উঠেছে তার প্রতিবাদে নিজের টাকায় এই চলমান কর্মসূচী হাতে নিয়েছি।
আমি কাচিয়া ২ নং ওয়ার্ডের মেম্বার হলেও ওয়ার্ডের বিবেচনা না করে অসহায় পরিবার গুলোকেই দেয়ার চেষ্টা করেছি যারা কারো কাছে হাত পাততে পারেনা। জাতির এই ক্রান্তিকাল আমারমত সকল ইউপি সদস্যরা এগিয়ে আসবে এটাই আমার একমাত্র চাওয়া।

SHARE