ভোলা হাসপাতালে মারামারি, ভাংচুর

 

 

ষ্টাপ রিপোর্টারঃভোলা সদর হাসাপাতালে করোনার টিকা নিতে আসা অনেকে চার-পাঁচ লাইনে দাঁড়িয়েও টিকা নিতে পারেননি। গতকাল রবিবার সকালে ভোলা সদর হাসপাতালে এমনই চিএ দেখতে পেলাম। দুটি বুথে কয়েক হাজার মানুষের চাপ সামাল দিতে না পারায় উত্তেজনা ছড়িয়ে পড়ে টিকা নিতে আসা মানুষের মধ্যে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা দরজা-জানালা ভাঙচুর করে। এ সময় স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা রেড ক্রিসেন্ট কর্মী আরিফুর রহমান মিম আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান জানান, দুটি বুথে এত মানুষের চাপ সামাল দেওয়া সম্ভব ছিল না। মানুষের চাপে একটি গ্লাস ভেঙে যায়। আরও ৫টি বুথ বাড়ানো হয়েছে। আজ (সোমবার) আর কোনো ঝামেলা থাকবে না। ভ্যাকসিন দিতে আসা আরিফুর রহমান জানান একটি বুথ থাকায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়। কয়েক হাজার টিকাপ্রার্থীর চাপে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়। দীর্ঘক্ষণ রোদে থেকে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এক স্থান দিয়ে মহিলা-পুরুষ প্রবেশেও বিড়ম্বনা দেখা দেয়। এসব নিয়েই এক পর্যায়ে উত্তেজনা দেখা দেয়। ভোলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিরুপন কুমার সরকার বলেন, নিবন্ধন করার পর এসএমএস না পেলেও অনেকে টিকা নিতে ছুটে আসছেন। এতে সমস্যা দেখা দেয়।

SHARE