ভিক্ষা ছেড়ে পরিক্ষার টেবিলে লালমোহনের তানিয়া

শাহিন কুতুবঃ

ভোলা নিউজ-০৩.১১.১৮

ভিক্ষা ছেড়ে জেডিসি পরিক্ষার টেবিলে বসেছেন লালমোহনের তানিয়া। পরিবার পেয়েছেন সামাজিক মর্যাদা। নেপথ্যের কারিগর ছিলেন লালমোহনের সাংবাদিক শাহিন কুতুব।

ভোলা নিউজে প্রকাশিত অন্ধ মায়ের সাথে ভিক্ষা করছেন জেডিসি পরিক্ষার্থী শিরোনামে সংবাদটি দেখার পর মালদ্বীপ প্রবাসী ভোলার ছেলে হাসনাইনের সরল প্রান কেঁদে উঠে। তিনি তাৎক্ষনিক ভোলা নিউজের সম্পাদক এ্যাডভোকেট মনিরুল ইসলাম এ ফোনে বিকাশ করে ৫ হাজার টাকা পাঠিয়ে দেন। অাজ সেই টাকা লালমোহন প্রেসক্লাবে সাধারন সম্পাদক জসিম জনি, সংবাদের লালমোহন প্রতিনিধি শাহিন কুতুব, মানবজমিন লালমোহন প্রতিনিধি হাসান পিন্টুসহ লালমোহনের সাংবাদিকরা অন্ধ মা ও তানিয়ার হাতে তুলে দেন।

অাজ শনিবার বিকাল ৪ টার লালমোহন প্রেসক্লাবে প্রবাসী হাসনাইনের দেয়া নগদ টাকা  তানিয়া ও অন্ধ রাশেদার হাতে টাকা তুলে দেন।

এর আগে লালমোহন উপজেলা প্রশাসনের পক্ষথেকে অন্ধ মা ও তানিয়ার জন্য নগদ অর্থসহ বিভিন্ন প্রকার সাহায্য করা হয় ওই অসহায় পরিবারটিকে। এতে করে অন্ধ রাশেদা মনোনিবেশ করেন তার সাংসারিক কাছে । তানিয়া মনোযোগী হন পড়াশুনায়। বসেন সদ্য অনুষ্ঠিত হওয়া জেডিসি পরিক্ষার টেবিলে।

উল্লেখ্য শাহিন কুতুবের তথ্যে এ নিউজটি প্রথম প্রকাশিত হয় ভোলা নিউজ ডট কমে।

SHARE