ভোলায় নানা আয়োজনে যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

 

 

মোঃ আরিয়ান আরিফ

ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালত করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১২ টা ১ মিনিটে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করা হয়। সকালে জেলা দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু করেন।পরে ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম নবী আমলগীর।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাজাহানের ছোট ভাই গোলাম কিবরিয়া জাহাঙ্গীর ও ভোলা জেলা বিএনপি’র সাধারন সাম্পাদক হারুণ অর রশিদ ট্রুম্যান।এসময় আরও বক্তব্য রাখেন,ভোলা জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান,ইয়ারুল আলম লিটন, বশির হাওলাদার,আবু নোমান মোহাম্মদ শফিউল্লাহ,
সংগঠনিক সম্পাদক এনামুল হক,জেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম,সিনিয়র সহ-সভাপতি ফকরুল আলম ফেরদৌস, সংগঠনিক সাম্পাদক মনির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, কৃষকদলের সভাপতি আব্দুর রহমান সেন্টু প্রমুখ।বক্তারা বলেন, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যুবদল রাজপথে রয়েছে। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যেকোন আন্দোলনে প্রস্তুত রয়েছে নেতাকর্মীরা। গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা হবে। বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত স্থায়ী জামিন এবং তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবী জনান।যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির সকল অংঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।পরে বিকাল ৩ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলে উদ্যোগে সেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

SHARE