ভোলায় অতিরিক্ত জোয়ারে মদনপুর প্লাবিত, ৫ হাজার মানুষ পানিবন্দি

 

 

মোঃ আরিয়ান আরিফ।।

ভোলার দৌলতখান উপজেলার ১নং মদনপুর ইউনিয়ন স্বাভাবিক জোয়ারের চেয়ে ৬/৮ ফুট বেশি জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে কমপক্ষে ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

গত বুধবার বিকেলে অতিরিক্ত জোয়ারের ফলে প্রায় শতাধিক কাঁচাঘর ভেঙে পড়ে যায়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল পর্যন্ত জোয়ারের পানি কমেনি বলে খোঁজ নিয়ে জানা গেছে।

ইউনিয়নটি চারদিকে মেঘনা নদী বেষ্টিত হওয়ায় অস্বাভাবিক জোয়ারে এই এলাকা প্লাবিত হয়ে পড়েছে। জোয়ারের পানিতে ওইসব গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। এছাড়া পানির স্রোতে গরু মহিষের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়াসহ উঠতি আমন ধান ক্ষেত পানির নিচে তলিয়ে রয়েছে।অত্র ইউনিয়নের শিক্ষক প্রতিনিধি হেলাল উদ্দিন মাষ্টার বলেন যদি চর্তুপাশে রিং বাধ এর ব্যবস্থা করা হতো তাহলে কিছুটা হলেও ক্ষতি কম হতো।

অত্র ইউনিয়নের চেয়ারম্যান এ,কে,এম নাছির উদ্দীন নান্নু মিয়া জানান,ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আযম মুকুল এমপির নির্দেশক্রমে পানিবন্দীদেরকে আশ্রয়ণ কেন্দ্রে যেতে বলা হয়েছে এবং তাদের জন্য শুকনো খাবার সকলের বাড়ী বাড়ী পৌছে দেয়া হয়েছে। এছাড়াও যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদের সকলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

SHARE