ভোলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পাঁচ ব্যবসায়ীর জরিমানা

ইয়াছিনুল ঈমনঃ

ভোলা নিউজ -২৮.০৫.১৮
ভোলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পাঁচ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমান করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট খান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। ২৮ মে সোমবার দুপুরের দিকে শহরের ঘোষপট্টি ও মহাজনপট্টি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
সূত্রে জানা গেছে, ভোলায় ভেজাল বিরোধী, পরিস্কার-পরিচ্ছন্নতা ও বাজার-দর স্বাভাবিক রাখার জন্য প্রায় সময়ই অভিযানে নামে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে শহরের মহাজনপট্টি এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভেজাল মিশিয়ে হলুদ-মরিচ গুড়া করে তা বাজারে বিক্রির অভিযোগ এবং সঠিক মূল্য তালিকা না থাকায় হাসান রাইচ এন্ড ফ্লাওয়ার মিলকে ২০ হাজার এবং একই অভিযোগে ইয়াপি এন্টারপ্রাইজ এন্ড ফ্লাওয়ার মিলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে ঘোষপট্টি এলাকায় মুসলিম সুইটস্, ঘোষ ভান্ডার এবং কান্তি ভান্ডারকে স্বাস্থ্যকর ও পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ না থাকার দায়ে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ভোক্তা অধিকার আইনের ৩৫ ও ৪৩ ধারায় সবাইকে জরিমানা করেন। এসময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, র‌্যাব ও পুলিশ সদস্যের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

SHARE