ভোলায় সমাপনী পরীক্ষায় প্রধান শিক্ষক আলমগীর বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক#
ভোলায় চরজংলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সমাপনীর পরীক্ষায় আজ সাংবাদিক প্রবেশ বাধা প্রদান করেন উক্ত কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ সফিউল্লাহ ( সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার) ।

এমন কি তিনি এডিসি(ভোলার)র অজুহাত দেখিয়ে অফিস কক্ষে প্রবেশ করতেও দেননি এবং পরীক্ষায় বিষয়ক কোন তথ্যও দেন নি।

অন্যদিকে গতকাল ঐ কেন্দ্রের সচিব ও চরজংলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনকে পরীক্ষায় অসদাচারণ অবলম্বনের জন্য পরীক্ষার হল বহিষ্কার করা হয়।

এ বিষয়ে থানা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন আক্তার ফোনে জানান, সিটপ্লান অনিয়মে কারনে শিক্ষক আলমগীরকে বহিষ্কার করা হয় এবং সাংবাদিক প্রবেশ করতে না দেওয়ার ঘঠনা দূঃখজনক । সরকারি শিক্ষা কর্মকর্তা খালেদ সফিউল্লাহর পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি।

সহকারী প্রাথমিক কর্মকর্তা ওয়ালীউল্ল্যাহ জানান, প্রধান শিক্ষক আলমগীরকে অনিয়মের অভিযোগে, বহিষ্কার করা হয়েছে। শিক্ষক আলমগীরকে এখন পর্যন্ত ফোনে পাওয়া যায়নি।

উল্লেখ গতকাল বুধবার ছিলো বিজ্ঞান পরীক্ষা।

আসছে বিস্তারিত…….

SHARE