ভোলায় ভোক্তা অধিকারের অভিযানে তিন ব্যবসায়ী মালিককে জরিমানা

মঞ্জু ইসলাম, ভোলানিউজ.কম,

খাবারে ভেজাল আর নানা অনিয়মের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা এর অভিযানে ‘‘ভোক্তা অধিকার আইনে’’ ভোলা শহরের তিন ব্যবসায়ী মালিককে জরিমানা করেছেন।

সোমবার (১৮ফেব্রুয়ারী) দুপুরের দিকে ভোলা জেলা ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে, শহরের কর্ণফুলী ভবনে অবস্থিত তৃষ্ণা চাইনিজ রেষ্টুরেন্টে পোড়াঁ তেল এবং গতকালের রান্না করা খাবার ফ্রিজে রাখার দায়ে ৪৩ ধারায় ৪হাজার টাকা জরিমানা, শহরের অবসর সিনেমা হলের সামনে রুবিনা ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৩৭ ও ৫৩ ধারায় ১০হাজার টাকা জরিমানা এবং সদর রোডে হাবিব মেডিকেলে ৫৩ ধারায় ৫হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষনের ভোলা জেলা সহকারী পরিচালব মাহমুদুল হাসান বলেন, মানুষের সাথে প্রতারণা কোনভাবেই করা যাবেনা। নানা অনিয়ম কিংবা খাদ্যে ভেজাল, পোড়াঁ তেল, রান্না করে খাবার বিক্রি শেষে অবশিষ্ট নষ্ট খাবার ফ্রিজে রাখা যাবেনা। এমন ঘটনা কোথাও ঘটলে বা কোন ব্যবসায়ী করলে ভোক্তা অধিকারের এ অভিযান অব্যাহত থাকবে।

(আরজে, ১৮ফেব্রুয়ারী-২০১৯ইং)

SHARE