চরফ্যাশনে ডিআইজি পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক জেলহাজতে!

আদিত্য জাহিদ- চরফ্যাশন প্রতিনিধি,

ভোলার চরফ্যাশনে ফেইজবুকে পুলিশের বিভাগীয় কর্মকর্তা লিখে আইডি খুলে প্রতারণা করার অভিযোগে উপজেলার পৌরশহরে ৭ নং ওয়ার্ডের মো. রায়হান (২৭) কে সোমবার দিবাগত রাত ১১টার সময় গ্রেপ্তার করার সত্যতা নিশ্চিত করেছেন চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ম.এনামুল হক।

তিনি জানান, রায়হান ফেইজবুকে আইডি খুলে বিভিন্ন মানুষের সাথে চাকরি, মামলা থেকে অব্যাহতি, চার্জশিট দেওয়ার কথা বলে অর্থ আদায়ের মাধ্যমে প্রতারণা করে আসছিল। দীর্ঘদিন যাবৎ আইডি টি অনুসরন করে ঘটনার রাতে বরিশাল, ভোলার পুলিশের গোয়েন্দা শাখা ও চরফ্যাশন থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রতারক রায়হানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তার বিরুদ্ধে তথ্য অধিকার আইন সহ প্রতারণার মামলা দায়েরের পর আদালতে মঙ্গলবার দুপুরে সোপর্দ করা হলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

(আল-এম, ৯অক্টোবর-২০১৮ইং)

SHARE