বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধে হামলায় আহত -৩

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জমি নিয়ে বিরোধে হামলায় রুহুল আমিনের ছেলে সিফাত উল্যাহ(২০), আব্দুল হক মিয়ার ছেলে বশির উল্যাহ(৩২) ও রুহুল আমিন (৪১)গুরুতর আহত হয়েছে। রবিবার সন্ধ্যায় আচমত আলী মুন্সী বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। ইসমাইলের ছেলে ছলেমান (৩৫), মেসলেম উদ্দিনের ছেলে বাবুল(৩২), ছাহেব আলীর ছেলে মিন্টু (৪৫), মিন্টুর ছেলে রুহুল আমিন (২৮), জুয়েল (২৩), হান্নান (১৯), মাজেদ মুন্সির ছেলে ইদ্রিস (৩৫) ও মোস্তফার ছেলে আকবর (২৫) জমি নিয়ে বিরোধে তাদের প্রতিপক্ষকে পিটিয়ে গুরুতর আহত করেছে। স্থানীয় লোক আহতদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। আহত সিফাত উল্যাহ বলেন, আমাদের প্রতিপক্ষ ছলেমান গংরা আমাদের জমি জোর পূর্বক দখল করতে আসে। আমরা বোরহানউদ্দিন থানায় তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি। পুলিশ এসে শান্তির লক্ষ্যে উভয় পক্ষকে জমিতে প্রবেশের বাধা প্রদান করেন। থানায় কয়েক বার সালিশ বৈঠক হয়েছে। আগামি ১২-০৪-২০২০ ইং তাারিখে থানায় কাগজ পত্রসহ সালিশ বৈঠকের তারিখ ধার্য ছিল। কিন্তু তারা পুলিশের বাধা উপেক্ষা করে ঘটনার দিন আমাদের জমি জোর করে আবার দখল করার চেষ্টা করে। আমরা ঘটনাটি পুলিশকে জানাই। পুলিশ ঘটনা স্থলে এসে আবার পূর্নরায় জমিতে প্রবেশে উভয় পক্ষকে বাধা প্রদান করেন। পুলিশ যাওয়ার কিছুক্ষন পরে তারা আমাদেরকে দেশীয় অস্ত্রসহ এলো পাথারী মারধোর করে। আমাদের সাথে থাকা নগদ ৪০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও আমাদের ঘরের বিভিন্ন মালা-মাল লুট করে নিয়ে যায় তারা। এবং আমাদেরকে হত্যার হুমকি দিয়ে চলে যায় হামলা কারীরা। তিনি আরো অভিযোগ করে বলেন, হামলা কারীরা আমাদেরকে মিথ্যা মামলা দিতে বিভন্ন ভাবে নাটক সাজানোর চেষ্টা করে আসছেন। এব্যপারে ছলেমান গংদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ম.এনামুল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

SHARE