লালমোহন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল।।

 

মাসুদ রানা ভোলা জেলা দক্ষিণ প্রতিনিধি :
ভোলার লালমোহন উপজেলায় ধলীগৌর নগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়পত্র বাছাইয়ে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।সোমবার (১ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় লালমোহন উপজেলা হল রুমে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ হারুন।২টি ইউনিয়নে সর্বমোট ১২৮ প্রার্থীর মধ্যে একজন চেয়ারম্যান ও একজন ইউপি সদস্যসহ ২ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।৩ নং ধলীগৌর নগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. জোবায়ের হোসেন নেহাল ও ধলীগৌর নগর ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোস্তফা মিয়ার মনোনয়ন ফরম বাতিল করা হয়।ইউপি সদস্য প্রার্থী মোস্তফা মিয়া মনোনয়ন পত্রে ভুল তথ্য উপস্থাপন, প্রস্তাব সমর্থনকারীর স্বাক্ষর না দেয়া, যাচাই বাছাই করার পর রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর করার পাতায় প্রার্থী নিজের স্বাক্ষরসহ নানা জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন।ধলীগৌর নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১১ জন, সংরক্ষিত মহিলা আসনে ৯ জন, সাধারণ সদস্য ৩৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।অপরদিকে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন, সাধারণ সদস্য ৪৭ জন সহ মোট ৭৪ প্রার্থীর মধ্য সকলের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ এপ্রিল ওই দুই ইউনিয়নে ভোট গ্রহণ হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE