মনপুরায় ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি বিদায় অনুষ্ঠান!

 

শিক্ষা প্রতিনিধি।।ভোলা জেলায় মনপুরা উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের নানামুখী কার্যক্রমে উক্ত বিদ্যালয়টি বেশ সুনামের সহিত কয়েক এক যুগ ধরে শিক্ষাদান করে আসছেন। বিশেষ করে উক্ত বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ এম এ বারী অত্র ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই বিদ্যালয় লেগেছে উন্নয়নের ছোঁয়া। বিদ্যালয়ের একাডেমিক ভবনের অবকাঠামো উন্নয়ন, প্রতিটি বিষয়ের বিষয়ভিত্তিক শূন্যকোঠায় শিক্ষক নিয়োগ প্রদান,শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, বিদ্যালয় শিক্ষার্থীদের ইউনিফর্ম নিশ্চিতকরণ, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ইউনিফর্ম পরিধান, নিয়মিত শিক্ষার্থীদের নিয়ে অ্যাসেম্বলির আয়োজন সহ সাংস্কৃতিক কর্মকান্ডে ব্যাপক অবদান রাখছে বর্তমান প্রধান শিক্ষক সহ পরিচালনা কমিটি। ফলাফলের ক্ষেত্রেও শতভাগ পাশের রেকর্ড রয়েছে উত্ত বিদ্যালয়। আজ ১৩ই ফেব্রুয়ারি ২০২৪ রোজ মঙ্গলবার এ বছরের বিদায় এসএসসি শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ এম এ বারী, মনপুরা প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন, মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন, উক্ত ফৈজুদ্দিন বিদ্যালয়ের সাবেক প্রাক্তন শিক্ষক ও সাবেক ইউপি সদস্য মাস্টার বশির আহমেদ, প্রভাষক আব্দুর রহমান, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, প্রভাষক ফারুক আহমেদ ও উক্ত বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকসহ আরো অনেকে।এ সময় উপস্থিত বক্তাগণ বিদায় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মিলাদের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE