দৌলতখান পরিবার পরিকল্পনা অফিসের প্রধান ফটকে বেহাল দশা,পৌর কর্তৃপক্ষের দৃষ্টি কামনা।

দৌলতখান প্রতিনিধি।।ভোলা জেলার দৌলতখান উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রধান ফটকের পাশেই ব্যাপক পরিমাণে দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনার ভাগার জমে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয় যার ফলে উক্ত সরকারি অফিসে সেবা গ্রহীতাদের সেবা গ্রহণে বিঘ্ন সৃষ্টি হতে দেখা যায়। আজ অফিস কর্মরত সময়ে সংবাদ সংগ্রহের গোপন ক্যামেরার তথ্যচিত্রে দেখা যায়, দৌলতখান বাজারের হোটেল রেস্তোরার অনেক পরিত্যক্ত খাদ্য উক্ত অফিসের প্রধান ফটকের পাশেই ফেলে রাখে ময়লার ডাস্টবিনে পরিণত করেছে, অজস্র কুকুর সেখানে খাবারের সন্ধান করছে।অন্যদিকে উক্ত সরকারি অফিসটির প্রধান ফটকটি সম্পূর্ণ ঘিরে রেখেছে ব্যাটারি চালিত অটোরিকশা। গেটের সামনে প্রচুর ব্যাটারী চালিত অটোরিকশা পার্কিং রয়েছে ।অনুসন্ধানে আরো দেখা যায় যে, পাশেই একটি পাবলিক টয়লেটে আছে কিন্তু পথচারীরা সেটি ব্যবহার না করে, ময়লার স্তূপের উপর দাঁড়িয়ে প্রস্রাব করেন অনেক পথচারী, যার ফলে ময়লা ও প্রস্রাবের দু্র্গন্ধে অফিসে ঢুকে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি হতে দেখা যায়।অফিসে আসা সেবা গ্রহীতারা বিষয়টিকে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের সৎ প্রচেষ্টাকে দায়ী করছেন।এ বিষয়ে উপজেলা কর্মকর্তার সাথে আলাপকালে তিনি জানান, দৌলতখান উপজেলার পৌরসভার কালীবাড়ি রোডস্থ অফিসটির পাশেই একটি বেকারী ফ্যাক্টরী, দুটি আবাসিক বাসা , খাবার হোটেলসহ অসংখ্য দোকান পাটের বর্জ্য প্রতিদিন এখানে ফেলা হয়। পৌর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিষয়টি দৃষ্টি দেয়ার জন্য অনুরোধ করছি।বিষয়টি নিয়ে দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুরুল ইসলাম খান এর নিকট জানতে চাইলে তিনি জানান, বিষয়টি দৌতখান পৌর সভা উপর দ্বায়িত্ব ন্যাস্থ,তবুও আমি তদন্ত করে দেখবো।বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান নিকট জানতে চাইলে তিনি জানান, আমি খুব বিষয়টি তদন্ত করে দেখবো এবং এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করবো।উল্লেখ্য দৌলতখান উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের ব্যাপক কর্মতৎপর রয়েছে চোখে পড়ার মত।

 

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE