ভোলার তজুমুদ্দিনে ভুয়া ২ নৌবাহিনীর সদস্য আটক।।

ডেস্ক রিপোর্ট।। ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজ্জামেল মুক্তিযোদ্ধা বাজার থেকে ভুয়া দুই নৌবাহিনীর সদস্য পরিচয় দেওয়া ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।।সোমবার (৪ ডিসেম্বর ) রাতে তাদেরকে আটক করেন স্থানীয় জনতা। এরপর মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে স্থানীয়রা তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করেন।আটক দুই ব্যক্তি হলেন- কুমিল্লা জেলার মুরাদ নগর থানা এলাকার মৃত মহব্বত আলী ভূইয়ার ছেলে মো. রহিম ভূইয়া ও লক্ষ্মীপুর জেলার রামগতি থানা এলাকার মো. রফিক মিয়ার ছেলে মো. সজীব।তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ ভোলা নিউজকে জানান, সোমবার রাতে ওই দুই ব্যক্তি নৌবাহিনীর পোশাক পরিহিত অবস্থায় তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজারে গিয়ে স্থানীয়দেরকে নৌবাহিনীর সদস্য পরিচয় দেয়। এরপর তারা স্থানীয়দেরকে জানায় তারা দু’জন বাংলাদেশ ব্যাংক ঢাকা থেকে এসেছে। স্থানীয়দেরকে তারা জানায়, এলাকার বিভিন্ন সুযোগ-সুবিধা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তাদেরকে দেওয়া হবে। এই প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে এক হাজার টাকা করে বাংলাদেশ ব্যাংকের ভুয়া রিসিটের মাধ্যমে টাকা আদায় শুরু করে। এক পর্যায়ে স্থানীয় সচেতন ব্যক্তিদের সন্দেহ হলে তারা বিষয়টি দুলাল বাজার নৌবাহিনীকে অবগত করে। পরে দুলাল বাজার নৌবাহিনীর সদস্যরা আনন্দবাজার গিয়ে তাদেরকে দেখে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করার পরে নিশ্চিত হয় তারা দু’জন ভুয়া নৌবাহিনী। এরপর স্থানীয় এক ব্যক্তির দায়ের করা মামলায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE