মাকে হত্যা করে জামিনে বের হওয়া ছেলের লাশ মিললো নদীতে।।

 

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা: পরিশেষে  ভোলার মেঘনা নদী থেকে অজ্ঞাত অর্ধগলিত উদ্ধার হওয়া লাশটির পরিচয় মিললো। তার নাম রেজাউল করিম। তিনি ভোলার দৌলতখান উপজেলার চর দিদারুল্লাহ গ্রামের মো. কাজী আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। লাশের পকেটে থাকা ন্যাশনাল আইডি কার্ডের সূত্র ধরে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে।রোববার (৫ নভেম্বর) রাত ৯ টার দিকে ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বিকেল ৪ টার দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোরখাল সংলগ্ন মেঘনা নদী থেকে রেজাউল করিমের ভাসমান অর্ধগলিত মরদেহটি পুলিশ উদ্ধার করে।রেজাউল করিমের বোন জান্নাত বেগম ও স্বজনরা জানান, ২০১৮ সালে করিম তার মাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় সে সাড়ে ৫ বছর ভোলা কারাগারে ছিল। ৫ মাস আগে হাইকোর্ট থেকে সে জামিন পেয়ে বের হয়ে বাড়িতেই থাকত। কয়েকদিন ধরে সে নিখোঁজ ছিল। আজ মেঘনা নদীতে তার লাশ পাওয়ার খবর পায় স্বজনরা।ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর মো. আখতারুজ্জামান জানান, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। লাশের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

 

SHARE