ভোলায় মেডিকেল কলেজ স্থাপন ও গ্যাস সংযোগের দাবিতে গণস্বাক্ষর।।

 

ভোলা প্রতিনিধিঃ ভোলা ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবী, ইন্ট্রাকোর সঙ্গে গ্যাস বিক্রয় চুক্তি বাতিলসহ ভোলা- বরিশাল সেতু ও ম্যাডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চলছে । শুক্রবার সকালে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন’ কমিটির আয়োজনে ভোলা প্রেস ক্লাবের সামনে ১৫ দিনব্যাপি এ গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির শুরু হয়। শুক্রবার সকাল থেকে ভোলা প্রেস ক্লাবের সামনে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটি এ কর্মসূচি পালন করে। ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির ভোলা শাখার সদস্য সচিব এস এম বাহাউদ্দিন জানান, প্রথম দিনে প্রায় ৭০০ মানুষ এ সব দাবিতে গণস্বাক্ষর করেছেন। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি পালন করবে সংগঠনটি। গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির আহ্বায়ক মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ শওকাত হোসেন, নাগরিক আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম বাহাউদ্দিন, সদস্য আবু তাহের, শফিকুল ইসলাম, মশিউর রহমান পিংকু, অ্যাডভোকেট জাবেদ ইকবালসহ সুশীল সমাজের নের্তৃবৃন্দ।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE