ভোলায় শহীদ শেখ কামাল এর জন্মদিনে প্রতিবন্ধীদের পাশে ড.শান্ত।।

কাগজ প্রতিবেদক।।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ,শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ভোলায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন ভোলা জেলা যুবলীগ।শনিবার (৫আগস্ট) বিকেলে ভোলা শহরের উকিল পাড়াস্তল শান্ত নীড়ে জেলা যুবলীগের আয়োজনে অর্ধশতাধিক অসহায় প্রতিবন্ধীদের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিনিয়র অর্থনীতিবিদ ড.আশিকুর রহমান শান্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করেন।এসময় ড.শান্ত বলেন, আজকে বঙ্গবন্ধুর বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল সাহেবের জন্মবার্ষিকী। এটা শোকের মাস ,তার পরেও তিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন।তার এই ছোট্ট জীবনে অনেকগুলো অর্জন যা বলে শেষ করা যাবে না।তিনি আরো বলেন,রাজনীতিতে আমাদের অনেকটা সময় কেটে যায় একে অপরের সমালোচনা করতে করতে।কিন্তু সাধারণ মানুষের পাশে থাকার যে ইচ্ছাটা, যে কর্মসূচি টা প্রয়োজন ।সেই সাধারণ মানুষের পাশে থাকতে পারলে খুব ভালো লাগে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মানুষের পাশে থেকে রাজনীতি করে, তার জীবনের লক্ষ্য ছিলো সাধারণ মানুষের মুখে হাসি ফুটানো। তিনি তার শাসনামলে পঙ্গু ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ সকল ধরনের গরিব বান্ধব কর্মসূচী গ্রহণ করেছেন।ভোলা জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোস্তাক আহমেদ শাহীন, যুবলীগ নেতা এজেড এম মনিরুল ইসলাম, নওশাদ হোসেন মুন,যুবলীগ নেতা রাজিব হাসান লিপুসহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE