ভোলার লালমোহন পৌরমেয়র বিরুদ্ধে দুদকের মামলা।।

 

ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনের পৌরমেয়র এমদাদুল হক তুহিন পঞ্চায়েতের বিরুদ্ধে অর্ধ কোটি টাকার মামলা করেছে দুদক। দুদক তদন্ত নং ২ এবং মামলা নং ২/২৩/ ২০২০ সালের মে মাসের ১৮ তারিখের ঘটনা দিয়ে আজ এই মামলা দায়ের করা হয়। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে বরিশাল এর উপসহকারী পরিচালক জাকির হোসেন ২৫/৭/২০২৩ তারিখের স্বাক্ষরিত এজাহারটি গতকাল মঙ্গলবার দুদক কার্যালয়ে দেওয়া হয়।মামলাটির বাদী করা হয়েছে দুর্নীতি দমন কমিশন এর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক রাজ কুমার সাহা কে। মামলার অভিযোগে বলা হয়েছে মেয়র পরস্পর যোগসাজোসে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার এর মাধ্যমে লালমোহন পৌরসভা দিন ৬ নং ওয়ার্ডের উত্তর বাজারস্থ লালমোহন পৌর অডিটরিয়াম পার্ট-১ পার্ট-২ ও পার্ট-৩ এর নির্মাণ কাজ যথাযথ ভাবে সম্পাদন না করে সরকারি ৪৩,৮৮,৯১২ টাকা আত্মসাৎ করেছেন। বাদীর টাইপ করা এজাহারটি ২৫ জুলাই ২০২৩ তারিখ ১০টা ৩০মিনিটে দুদক কার্যালয়ে প্রাপ্ত হইয়া উপপরিচালকের মৌখিক নির্দেশে মামলাটি রেকর্ড করেন দুদকের সমন্বিত বরিশাল কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন।মামলার ম্মারক নং দুদক/সজেকা /বরিশাল ১২০৫, তারিখ ২৫/৭/২০২৩ ।এই মামলায় লালমোহন পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী বর্তমান পিরোজপুর পৌরসভা নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বনিক ও উপসহকারী পরিচালক সিভিল লালমোহন পৌরসভা মোঃ নিজাম উদ্দিন এবং লালমোহন পৌরসভার রিয়াজ স্টোরের স্বত্বাধিকারী মোঃ কামাল হোসেনকেও আসামি করা হয়েছে। এ ব্যাপারে লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল হক এর সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE