সুদানে বিমান হামলায় নিহত ১৭।।

পূর্ব-পশ্চিম  |
অনলাইন ডেস্ক।।সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। শনিবার এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।প্রতিবেদনে বলা হয়, বিমান হামলায় ঘনবসতিপূর্ণ ইয়ারমুক জেলায় ২৫টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।সুদানের সেনাবাহিনীর একজন শীর্ষ জেনারেল দেশটির আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) বিরুদ্ধে হামলা বাড়ানোর হুমকি দেওয়ার একদিন পর এই বিমান হামলার ঘটনা ঘটল।গত ১৫ এপ্রিল খার্তুমে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে লড়াই শুরু হয়। আর চলতি জুন মাসের প্রথম দিকে আরএসএফ খার্তুমের ইয়ারমুক এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার দাবি করে।শনিবার সংঘাতরত উভয়পক্ষ ৭২ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়। স্থানীয় সময় রবিবার সকাল ৬টা থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা। সৌদি ও মার্কিন এই সিদ্ধান্তের মধ্যস্থতা করে।পর্যবেক্ষক সংস্থাগুলোর ধারণা, চলমান সংঘাতে মৃতের সংখ্যা হাজারের ওপর। যাদের বেশিরভাগ বেসামরিক নাগরিক। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২২ লাখ। প্রতিবেশী দেশগুলোয় আশ্রয় নিয়েছে ৫ লাখের বেশি মানুষ।

 

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE