ভোলায় নতুন কাপড়ে ঈদ করবে সাড়ে ৫ হাজার মানুষ ।।

 

মনজু ইসলাম।। ভোলায় কাঞ্চন- ফাতেমা ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবার ও ঈদুল ফিতর উপলক্ষে সাড়ে ৫ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শাড়ী লুঙ্গী বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১শে এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে ভোলা সরকারী স্কুল মাঠে সুশৃঙ্খল ভাবে এই ঈদ উপহার বিতরণ করা হয়।শিবপুর থেকে আশা নুরবানু, ধনিয়ার কালা মিয়া, আবহাওয়া অফিস রোডের মনোয়ারা বলেন এ ঈদে আমাদের নতুন কাপড় কিনে পরা সম্ভব হতো না, কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন এর সদস্যরা গতকাল রাতে বাড়ীতে এসে কার্ড দিয়ে গেছে। আজ সেই কার্ড দিয়ে কাপড় নিতে এসেছি, কোন ঝামেলা, ধাক্কাধাক্কি ছাড়াই কাপড় পেয়েছি। বাপ্তার পঙ্গু সুজন চন্দ্র বলেন, আমি গরীব মানুষ তাই আমাকেও একটা কাপড় দিয়েছে। কাপড় বিতরণে হিন্দু মুসলমান দেখেনি, গরীব খোজেই দিয়েছে বলে জানান পঙ্গু সুজন। ওয়েস্টার্ন পাড়ার সানু মিয়া নামের এক বৃদ্ধা বলেন কাঞ্চন মিয়া যেমন বড় মনের মানুষ ছিলেন আজ তার সন্তান ও আত্মীয়-স্বজনরা ও তার মতই বড় মনের মানুষ। আল্লাহ্ তাকে কবরে শান্তি রাখুক। কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য সুলতান মাহমুদ মঞ্জিল বলেন, আমাদের ফাউন্ডেশন এর দেওয়া নতুন কাপড়ে অসহায় দুস্থ সাড়ে ৫ হাজার মানুষ ঈদ উদযাপন করবে। আমাদের ফাউন্ডেশন এর সভাপতি ফাহামিনা মাসুদ শুভ্রা মেম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। সুলতান মাহমুদ মঞ্জিল আরো বলেন, আমাদের ফাউন্ডেশন যেন ভোলার প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারে এ জন্য দোয়া করবেন। কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক হাসান ইশতিয়াক বাবু বলেন, আমরা প্রতি বছরের ন্যায় ঈদুল ফিতর উপলক্ষে আজ সাড়ে ৫ হাজার অসহায় দুস্থ মানুষের তালিকা করে শাড়ী লুঙ্গী বিতরণ করেছি। আমাদের কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশনের সভাপতি ফাহামিনা মাসুদ শুভ্রাসহ সকলের জন্য দোয়া করবেন। আমরা যেন এ দ্বারা অব্যাহত রাখতে পারি। এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহীন ফকির বিপিএম এবং কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন এর সদস্যরা।।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE