“সিলেট রেঞ্জের ডিআইজি হবিগঞ্জ জেলার পুলিশ অফিসের হিসাব শাখা ২য় অর্ধ-বার্ষিক ও সদর কোর্ট দ্বি-বার্ষিক পরিদর্শন”

 

সাজ্জাদ বিন লাল, জেলা প্রতিনিধি হবিগঞ্জ।।

শনিবার (২৩ জুলাই) হবিগঞ্জ জেলা পুলিশ অফিসের হিসাব শাখা ২য় অর্ধ-বার্ষিক পরিদর্শন করেছেন জনাব মফিজ উদ্দিন আহমেদ, পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, সিলেট মহোদয়। মাননীয় ডিআইজি মহোদয় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান অত্র জেলার সম্মাানিত পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি ।এ সময় ডিআইজি মহোদয়কে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।সালাম ও অভিবাদন গ্রহণ শেষে মাননীয় ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখার বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন। হিসাব শাখা পরিদর্শন শেষে অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মাননীয় ডিআইজি কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।বিকাল ৩ টা ৩০ মিনিটের সময় ডিআইজি, সিলেট রেঞ্জ সদর থানার নব-নির্মিত ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।পরে বিকাল ৪ টার সময় মাননীয় ডিআইজি মহোদয় হবিগঞ্জ জেলার সদর কোর্ট দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। এ সময় হবিগঞ্জ সদর কোর্ট পুলিশ পরিদর্শক এর নেতৃত্বে কোর্টে কর্মরত পুলিশ সদস্যগণ মাননীয় ডিআইজিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়ের পর সদর কোর্টের বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন। এ সময় ডিআইজি সদর কোর্টে কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় ও বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।হিসাব শাখা ও সদর কোর্টের সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন পূর্বক মাননীয় ডিআইজি মহোদয় সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও একইভাবে কাজের ধারা অব্যাহত রাখার নির্দেশ দেন।হবিগঞ্জ জেলা পুলিশ অফিসের হিসাব শাখা ২য় অর্ধ-বার্ষিক ও সদর কোর্ট দ্বি-বার্ষিক পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) জনাব পলাশ রঞ্জন দে সহ পুলিশ অফিস ও সদর কোর্টে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।

SHARE