ভোলা বিচার বিভাগের দিনভর একুশে’র আয়োজন

 

নিজস্ব সংবাদদাতা।। ভোলা বিচার বিভাগের আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে দিনভর নানা কর্মসূচী পালন করেছে ভোলার বিচার বিভাগ। সকালে প্রভাত ফেরীর মধ্যে দিয়ে কর্মসূচী শুরু হয়, এর পর চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী মধ্যে দিয়ে কর্মসূচী সমাপ্ত হয়। এতে দিনভর এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা বিচার বিভাগের কর্নধার জেলা ও দায়রা জজ মোঃ মহাসিনুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ওসমান গনি, অতিরিক্ত চীফ জুডিসিয়াল অসীম কুমার দে, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আলী হায়দার ও মোঃ সুলতান মাহমুদ মিলন। আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ গ্রহন করে পুরস্কার গ্রহন করছেন ভোলা নিউজ সম্পাদক এর মেয়ে তাইমা ও তামিমা ইসলাম।

SHARE