তেজপাতার ভেষজ গুণাগুণ

হেলথ কর্নার  |
অনলাইন ডেস্ক।। তেজপাতা সুগন্ধি মসলা। কাঁচা পাতার রং সবুজ আর শুকনো পাতার রং বাদামি। এটি শুধু মসলা হিসেবেই পরিচিত নয়, এর অনেক ভেষজগুণও আছে।

একনজরে জেনে নেওয়া যাক তেজপাতার ভেষজ গুণ-

ক. তেজপাতা পানিতে সেদ্ধ করে সে পানি দিয়ে গোসল করলে ত্বকের অ্যালার্জির সমস্যা কমবে।

খ. ৭ গ্রাম তেজপাতা ৪ কাপ পানিতে ভিজিয়ে সেদ্ধ করে ২ কাপ করে নিন। এরপর ওই পানি দিয়ে গার্গল করুন। গলাভাঙা দ্রুত ঠিক হয়ে যাবে।

গ. প্রতিদিন রং চায়ে সতেজতা ঠিক থাকবে।

ঘ. চোখ ওঠা ও ফোঁড়া হলে তেজপাতা সেদ্ধ পানিতে ব্যবহার করলে উপকার পাবেন। এ ছাড়া ফোঁড়ার ওপর তেজপাতা বেটে প্রলেপের মতো লাগালে ব্যথা কমবে।

ঙ. তেজপাতা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। তাই তেজপাতার গুঁড়ো, শসা, মধু, দই ও লেবুর রস মিশিয়ে পেস্ট করে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে নিন।

চ. যাদের সময় কম তারা তেজপাতার গুঁড়ো গোলাপজলে মিশিয়েও তা দিয়ে মুখ ধুয়ে ফেলতে পারেন।

ছ. সাবানের পরিবর্তে তেজপাতা বাটা শরীরে মেখে গোসল করুন। এতে ময়লা পরিষ্কার হবে।

জ. তেজপাতা চূর্ণ দিয়ে দাঁত মাজলে মাড়ির ক্ষত দ্রুত চলে যাবে।

ভোলা নিউজ/ টিপু সুলতান

SHARE