ভোলায় লঞ্চ চলাচল স্বাভা‌বিক, ক‌মে‌ছে যাত্রী

 

মনজু ইসলাম।।  জ্বালানী তে‌লের দাম বাড়া‌র প্রতিবা‌দে গণপ‌রিবহন ধর্মঘ‌টের প্রথম দি‌নে ভোলা-ব‌রিশাল রু‌টের লঞ্চ চলাচল স্বাভা‌বিক থাক‌লেও ক‌মে‌ছে যাত্রী। ধারণ ক্ষমতা ও আসন সংখ‌্যার অ‌র্ধেক যাত্রী নি‌য়ে যাত্রী নি‌য়ে ভোলার ভেদু‌রিয়া ঘাট থে‌কে ব‌রিশা‌লের উ‌দ্দে‌শ্যে যা‌চ্ছে যাত্রীবা‌হি লঞ্চগু‌লো। আবার ব‌রিশাল থে‌কেও কম যাত্রী নি‌য়ে ভোলার ভেদু‌রিয়া ঘা‌টে আস‌ছে যাত্রীবা‌হি লঞ্চ। আজ শুক্রবার (৫ অ‌ক্টোবর) সকা‌লে ভোলার ভেদু‌রিয়া লঞ্চঘা‌টে গি‌য়ে দেখা গে‌ছে এমন চিত্র।ভোলা-ব‌রিশাল নৌরুটে সকাল থে‌কেই যাত্রীর সংখ‌্যা অ‌নেক কম। ব‌রিশাল থে‌কে সকাল ৭ টায় ভোলার উ‌দ্দে‌শ্যে আসন সংখ‌্যার চে‌য়ে অ‌র্ধেক যাত্রী নি‌য়ে ভোলার ভেদু‌রিয়ার উ‌দ্দ্যেশ্যে সকাল ৯ টা ২০ মি‌নিটে আসে মেঘদূত লঞ্চ। প‌রিবহণ ধর্মঘ‌টের কার‌ণে ভোলা থে‌কে ব‌রিশাল ও ব‌রিশাল থে‌কে ভোলা প্রতি‌টি ল‌ঞ্চে যাত্রী কম র‌য়ে‌ছে। অন‌্যদি‌কে ভোলা-চ‌ফ্যাশন রু‌টে সকাল থে‌কে বাস চলাচল কর‌ছে। ত‌বে বা‌সেও যাত্রী আ‌গের চে‌য়ে একটু কম লক্ষ করা গে‌ছে।

SHARE