জাতীয় চার নেতা’র স্মরণে যুবলীগের দোয়া ও আলোচনা সভা

 

ভোলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে ৩রা নভেম্বর ঐতিহাসিক জেল হত্যা দিবস পালন করা হয়।দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেন জেলা যুবলীগ। আজ (৩রা নভেম্বর ) বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভোলা জেলা শাখা কর্তিক মুসলিম পাড়ায় যুবলীগ কার্যালয় জেল হত্যা দিবস পালন করা হয়।এ সময় যুবলীগ নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওজাতীয় চার নেতার স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। বক্তারা বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’কে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে এটি দ্বিতীয় কলংকজনক অধ্যায়। ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। দিবসটি উপলক্ষে ভোলায় যুবলীগের পক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত সবাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। যুবলীগ নেতা অ্যাডভোকেট গিয়াসউদ্দিন ফয়সাল রহমান,আরিফুর রহমান মিঠু সাবেক ছাত্রনেতা, মিজানুর রহমান মিজান,মেহেদী হাসান সোহেল সাবেক সাধারণ সম্পাদক, ভোলা সদর উপজেলা ছাত্রলীগ, জেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসান শান্ত,হেলাল প্রমূখ উপস্থিত হয়ে দোয়া মোনাজাতে অংশ নেয়।

SHARE