আজ ভোলাবাসির মন খারাপ!

 

টিপু সুলতান।। ভোলায় জন্মগ্রহন ও করেন নি, তিনি ভোলার মানুষও নন। ভোলায় এর আগে কখনো আসেনও নি এই মানুষটি, রাজনৈতিক নেতাও ছিলেন না; তার পরেও তার চলে যাওয়ার পরেও লঞ্চটি যতক্ষন পর্যন্ত দেখা যাচ্ছিলো ততোক্ষণ পর্যন্ত দাড়িয়ে ছিলে বিদায় দিতে ইলিশা ঘাটে আসা মানুষগুলো। মেঘনার মিষ্টি জল যেন আজ ভোলার মানুষের চোখের জলে নোনা হয়ে গেছে। একান্ত কোন স্বজন হারানোর কান্না না হলেও উপস্থিত সকলের বুকের ভেতর থেকে নাড়িভুরি বের হয়ে যাওয়ার মত দুমড়া মুছরে কান্না। আসলে ভোলাবাসির মন খারাপ কেন এ প্রশ্নের কোন উত্তর খুঁজে বের করা খুবই কঠিন। এডিশন্যাল এসপি আবুল কালাম আজাদ, রাসেলুর রহমান,মোঃ মহসিনরা না হয় অভিবাবক হারানোর বেদনায় কেঁদেছেন। আর ভোলাবাসি কেঁদেছেন আইনের শাসন পাওয়া একজন আপন পুলিশ সুপারের বিদায়ে। নতুন পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম নিজেও দাঁড়িয়ে থেকে ভোলার মানুষের হাহাকার দেখেছেন। তিনি কি পারবেন ভোলার মানুষগুলোর মন ভালো করতে? হয়তো পারবেন হয়তো পারবেননা কিন্তু তারপরেও জোয়ার ভাটিতে ভেসে চলা ভোলার মানুষগুলো সবসময়ই পুলিশেরে মধ্যে অবচেতন মনে খুঁজে বেড়াবেন এসপি সরকার মোহাম্মদ কায়সারকে।

SHARE