মুজিববর্ষে ভূমিহীন পরিবার পাচ্ছে ঘর

মনজু ইসলাম।”আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর। অসহায় ভূমিহীন পরিবারের মাঝে ধাপে ধাপে ঘর দেওয়া কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ বুধবার (৩০জুন) দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া, ইলিশা ও ভেলুমিয়া ইউনিয়নের জেলা প্রশাসক মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী গৃহ নির্মাণ কাজের মান দেখতে পরিদর্শনে যায়। এসময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানক।এদিকে ২০ জুন প্রধানমন্ত্রী একযোগে সারা দেশে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। মুজিব বর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না” মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণাকে বাস্তবায়নের উদ্দেশ্যে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে সারা দেশের ন্যায় সদর উপজেলার সরকারি খাস জমিতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণের নিমিত্তে ভেদুরিয়া, ইলিশা ও ভেলুমিয়া ইউনিয়নের বিভিন্ন মৌজার ১ নং খতিয়ানের সরকারি খাস জমি দখলমুক্ত করে সম্পূর্ণভাবে সরকারি দখলে নেয়।উক্ত তফসিলভুক্ত জমিতে ভূমিহীন ও গৃহহীনদের পুর্নবাসনের লক্ষ্যে গৃহ নির্মাণ কার্যক্রম চলমান আছে। ভূমিহীনদের গৃহ নির্মাণ কার্যক্রমে অনিয়ম ঠেকাতে জেলা প্রশাসক এর নির্দেশনা মোতাবেক উপজেলা নিবার্হী কর্মকর্তা মিজানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানক বাস্তবায়ন করে যাচ্ছেন।

SHARE