অনলাইনভিত্তিক সংগঠন স্বপ্নের পৃথিবীর( DW)উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

 

 

আরিয়ান আরিফঃ দেশের অসহায় শীতার্থদের পাশে দাঁড়িয়েছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন স্বপ্নের পৃথিবী (DW)। অনলাইনভিত্তিক সংঠনটি এক সপ্তাহ ধরে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অসহায়-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।১৯ জানুয়ারি রাজধানীর মিরপুর-১, মিরপুর-২, মিরপুর-১০,মিরপুর-১১,মিরপুর-১৩,মিরপুর-১৪
মহাখালী , পুরানা পল্টন,শ্যামলী ,গাবতলী এলাকায় এই কম্বল বিতরণ করা হয়।এইসব এলাকায় প্রায় দূই শতাধিক পরিবার এ শীতবস্ত্র পেয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নের পৃথিবী সদস্য নাজমুল হোসেন আসিফ,ফারহান আহমেদ, মেহেদী হাসান প্রমুখ।সার্বিক সহযোগীয় ছিলেন প্রবাসী আলিফ খান, শিশির আহমেদ. মো রাশেদ,মোঃ রাজু, মোঃ জাবেদ,নিজাম উদ্দীন।স্বপ্নের পৃথিবী (DW) সংগঠনের অন্যতম সদস্য প্রবাসী মোঃ রাশেদ জানান, শীতবস্ত্র বিতরণ কর্মসূচি দেশে সেবামূলক কাজের মধ্যে প্রথম। শত কর্মব্যস্ততার মাঝেও প্রবাসে থেকেই সংগঠনের সব সদস্য এ মহতী কাজে অংশ নেন। অনলাইন যোগাযোগে সংগঠনের সদস্যদের কাছ থেকে শীতবস্ত্র সংগ্রহ করা হয় এবং ছুটিতে দেশে আসা সদস্যদের মাধ্যমে বিতরণের ব্যবস্থা করা হয়।
lএ ধরণের সেবামূলক কাজ বাংলাদেশে অব্যাহত থাকবে। আমরা চাই আমাদের দেখে আরো প্রবাসী সংগঠন এরকম সেবামূলক কাজে এগিয়ে আসুক।

SHARE