ভোলায় সমাজ সেবা সংগঠনের উদ্যোগে মাংস বিতরণ

 

 

মোঃ আরিয়ান আরিফ।।

করোনা পরিস্থিতিতে খাদ্য সংকটে পড়া নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে ভোলার স্বেচ্ছাসেবী সংগঠন “বাপ্তা সমাজ সেবা সংগঠন। আজ শনিবার (১ আগস্ট) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবার সাথে কোরবানি’ স্লোগানে ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে দরিদ্র-নিম্ন আয়ের শতাধিক পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করে সংগঠনটি।

এসময় বাপ্তা সমাজ সেবা সংগঠন প্রতিষ্ঠাতা জি,এম ছানাউল্লাহ বলেন, করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই তাদের তেমন আয় না থাকায় সংকটে আছেন তাঁরা। তাই আমরা আমাদের সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়িয়েছি।

প্রতিষ্ঠাতা সদস্য রুবেল ফকির বলেন,আমরা চাই কোরবানির মতো এমন ধর্মীয় অনুষ্ঠানগুলোতে বঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়াক সামর্থ্যবানরা। আমাদের পক্ষে গোটা দেশে এ ধরনের ইভেন্ট করা সম্ভব হবে না। তবে সবাই যার যার অবস্থান থেকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে অসহায় ও বঞ্চিত মানুষগুলো কিছুটা হলেও আনন্দ পাবে।’

উল্লেখ্য, সংগঠনটি ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে সামাজিক সংগঠন হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছে।

SHARE