ভোলায় মসজিদগুলোতে ২ কোটি ২৫ লক্ষ টাকার সরকারী অনুদান প্রদান

 

মোঃ আরিয়ান আরিফ।।

ভোলা জেলায় করোনা দুর্যোগে ৪ হাজার ৫২৩টি মসজিদের জন্য ২ কোটি ২৫ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। মসজিদগুলোর মুসুল্লী কমে যাওয়ায় আর্থিক অসচ্ছলতা দূর করতে প্রত্যেক মসজিদের জন্য ৫ হাজার করে টাকা বরাদ্দ এসেছে।

গত ২১ই মে বৃহস্পতিবার এই বরাদ্দ আসে এবং ২২ই মে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে এর বিতরণ শুরু করা হয়েছে। জেলা ইসলামিক ফাউন্ডেশন আজ ২৩ই মে শনিবার দুপুরে বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছে। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল কুদ্দুস নোমান বাসস’কে বলেন, করোনা দুর্যোগে মসজিদের মুসুল্লী অনেক কমে যাওয়াতে দানসহ অন্যন্য সহায়তা হ্রাস পেয়েছে। তাই এই ক্রান্তিলগ্নে মসজিদের আর্থিক সংকট দূর করতে সরকার এই উদ্যেগ গ্রহণ করে। এছাড়া এই কার্যক্রমে যদি কোন মসজিদ বাদ যায়, তাহলে ইসলামিক ফাউন্ডেশন বরাবর আবেদন করলে তাদেরকেও এই সহায়তার আওতায় আনা হবে। ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানা যায়, জেলার মোট মসজিদের মধ্যে ভোলা সদরে রয়েছে ৯৮৪টি, দৌলতখানে ৪৫০, বোরহানউদ্দিনে ৭৬০, লালমোহনে ৭০০, চরফ্যসনে ১১৬৫, তজুমোদ্দিনে ২৫৫ ও মনপুরায় ২০৯টি মসজিদ রয়েছে। যার প্রত্যেকটি সরকারি অনুদানের আওতায় এসেছে। এদিকে মসজিদগুলোতে সরকারি অনুদান পাওয়াতে আনন্দ প্রকাশ করেছে মসজিদের ঈমাম, মুয়াজ্জিন ও সংশ্লিষ্ট কমিটির সভাপতি-সম্পাদকরা।

শহরের স্টেডিয়াম জামে মসজিদ কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান বাসস’কে বলেন, সারাবিশ্ব যখন করোনার করাল গ্রাসে আক্রান্ত তখন প্রধানমন্ত্রীর মসজিদে অর্থ বরাদ্দ একটি প্রশংসনীয় উদ্যোগ। ইতোপূর্বে কোন দুর্যোগে কোন সরকার এমন মহৎ উদ্যেগ গ্রহণ করেননি। যেহেতু সামনে পবিত্র ঈদুল ফিতর তাই এই মূহূর্তে এই অনুদান ঈমাম-মুয়াজ্জিনদের বিশেষ কাজে আসবে বলে মনে করেন তিনি।

SHARE