ভোলায় বাস শ্রমিকদের পাশে জেলা প্রশাসক

  1. নুরউদ্দিন আল মাসুদঃ

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দশে আজ ভোলা জেলা প্রশাসক জনাব মাসুদ আলম ছিদ্দিক বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে বাস শ্রমিকদের মাঝে ত্রান বিতরন করেন। ২৩৪ জন বাস শ্রমিকদের মাঝেআজ সকালে তিনি ত্রান বিতরন কর্মসূচি পালন করেন।ত্রান উপাদান হিসেব ১০ কেজি চাল,৫ কেজি আলু,২ কেজি ডাল ও ১ টি সাবান বিতরন করেন জনাব মাসুদ আলম ছিদ্দিক। উক্ত বিতরন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মাসুদ আলম ছিদ্দিক, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকতা জনাব মিজানুর রহমান,এনডিসি জনাব জাহিদুল ইসলাম, বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব সফিকুল ইসলাম,বাস শ্রমিক সমতির সভাপতি জনাব আবুল কালাম আজাদ,বাস শ্রমিক সমিতির সেক্রেটারি জানাব সাকিল মিয়া সহ অনেকে। ২৪ই মার্চ ২০২০ ইং হতে গনপরিবহন বন্ধ থাকায় বাস শ্রমিকদের উর্পাজন বন্ধ।অনেক কষ্টে জীবন পাড়ি দিতে হচ্ছে তাদের।তবে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাস বন্ধ থাকবে এমনটাই জানিয়েছেন বাস শ্রমিকরা। তবে আজ ডিসি মহাদয়ের ত্রান শুধু চালকরাই পেয়েছেন।আসিসট্যান্ট বা হেল্পপাররা পায় নি- এমনটাই ক্ষোভ প্রকাশ করেছেন বাস শ্রমিকদের আসিসট্যান্ট ও হেল্পপাররা। হেল্পপাররা বলেন- “আমরা গরিব হওয়ায় বাস শ্রমিক সংগঠনে ভর্তি হতে পারি নি।তাই আজ আমরা সাহায্য থেকে বঞ্চিত। গাড়ির চালকদের চেয়ে আমাদের অবস্থা করুন।বর্তমান সময়ে আমাদের অনেকের বাসার চুলোয় আগুন ঝলছে না।আমরা না খেয়ে দিন কাটাচ্ছি।আর কতদিন এভাবে কাটাতে হবে তা ও জানি না। আমাদের বিষয়টা যেন ডিসি মহাদয় আমলে নেন”। তবে ভোলা জেলা প্রশাসক প্রশাসন জনাব মাসুদ আলম ছিদ্দিক বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা খেটে খাওয়া শ্রমিকদের হাতে হাতে ত্রান পৌছে দিচ্ছি।যতদিন পর্যন্ত এ দূর্যোগপূর্ন অবস্থা থাকবে আমরা এ ত্রান প্রক্রিয়া অব্যহত রাখব।তবে আজ যে সমস্ত শ্রমিকরা ত্রান পায়নি বিশেষ করে হেল্পপার ও আসিসট্যান্ট তাদেরকে আমরা খুব দ্রুত ত্রান পোছে দেব ইনশাআল্লাহ।

SHARE