আজ প্রিয় নবী মুহাম্মদ (সঃ)এর জন্মদিন

মনির আহাম্মেদঃ-
৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আউয়াল আজকের এই দিনে জন্ম গ্রহন করেন। দুনিয়ায় আল্লাহ তাআলা প্রেরিত শেষ নবী মুহাম্মদ (সা.)।

তাঁর পিতা আবদুল্লাহ ও মাতা আমেনার গর্ভে তিনি আগমন করেন। ৫৭০ খ্রিস্টাব্দে তিনি ভূমিষ্ঠ হন

আরব ঐতিহাসিকদের মধ্যে প্রথমদিকে যাঁরা নবী (সা.)-এর জীবনী লিখেছেন, তাঁদের মধ্যে ইবনে ইসহাক অন্যতম। ইবনে হিশাম তাঁর গ্রন্থ থেকে অনেক তথ্য ও সূত্র উল্লেখ করেছেন। মুহাম্মদ ইবনে ইসহাকের গ্রন্থের নাম ‘কিতাবুল মুবতাদা’। এ গ্রন্থে ইবনে ইসহাক জনৈক কায়েস ইবনে মাখরামার সাক্ষাত্কার প্রকাশ করেন, যেখানে কায়েস বলেছেন, ‘আমি এবং রাসুল (সা.) আবরাহার হামলার বছর জন্মগ্রহণ করি। তাই আমরা সমবয়সী। ’

এ থেকে নবী (সা.)-এর জন্ম বছরটি ৫৭১ খ্রিস্টাব্দ হিসেবে সঠিক আছে।

এ যুগের জীবনীকার মুফতি মুহাম্মদ শফী (রহ.) নবী (সা.)-এর জন্ম তারিখ সম্পর্কে আরো ভিন্ন ভিন্ন মত তাঁর গ্রন্থে পর্যালোচনার জন্য গ্রহণ করেছেন। তিনি লিখেছেন : এ বিষয়ে সবাই একমত যে নবী করিম (সা.)-এর জন্ম রবিউল আউয়াল মাসের সোমবার দিন হয়েছিল। কিন্তু তারিখ নির্ধারণে চারটি রেওয়ায়েত (বর্ণনা) প্রসিদ্ধ রয়েছে। ২, ৮, ১০ ও ১২ তারিখ। তন্মধ্যে হাফিজ মুগলতাই (রহ.) ২ তারিখের রেওয়ায়েত গ্রহণ করে অন্য রেওয়ায়েতগুলোকে দুর্বল বলে মন্তব্য করেছেন। কিন্তু প্রসিদ্ধ হচ্ছে ১২ তারিখের রেওয়ায়েত। হাফিজ ইবনে হাজার আসকালানি (রহ.) এই মতে সবাই একমত বলে দাবি করেছেন। প্রখ্যাত ইতিহাসবিদ ইবনে আসিরের ‘আল কামিল’ গ্রন্থে এ তারিখই গ্রহণ করা হয়েছে। মাহমুদ পাশা মিসরি গণনার মাধ্যমে ৯ তারিখ গ্রহণ করলেও তা সবার মতের বিপরীত ও সনদবিহীন উক্তি। যেহেতু চাঁদ উদয়ের স্থান বিভিন্ন, তাই গণনার ওপর এতটুকু বিশ্বাস ও নির্ভরতা জন্মায় না যে তার ওপর ভিত্তি করে সবার বিরোধিতা করা যাবে। (মুফতি মুহাম্মদ শফি (রহ.), করাচি : সিরাতে খাতামুল আম্বিয়া, ইসলামিয়া কুতুবখানা, ঢাকা, ১৯৯৬,

মহানবী (সা.)-এর জন্মকালে তাঁর পিতার অবস্থান নিয়েও মতভেদ রয়েছে। প্রচলিত মত হচ্ছে, নবী (সা.)-এর জন্মের আগেই তাঁর পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। তবে আলেমদের মত হচ্ছে, রাসুল (সা.)-এর বয়স যখন দুই মাস তখন দোলনায় থাকাকালে পিতার মৃত্যু হয়। অন্য আরেকটি মত হচ্ছে, নবী (সা.)-এর বয়স যখন ২৮ মাস, তখন তাঁর পিতা আবদুল্লাহ নিজ মামার বাড়িতে মারা যান। সেখানেই তাঁকে দাফন করা হয়।

সবাইকে বিশ্ব নবীর জীবনী পড়ার আহ্বান করছি..

SHARE