ভোলায় বিডিএফ এর মানবিক আয়োজনে মুগ্ধ প্রতিবন্ধি পরিবার

এইচ এম নাহিদঃ
ভোলায় ৫০ জন হতদরিদ্র প্রতিবন্ধিদের মাঝে বিশেষ স্বাস্থ্যকার্ড বিতরন করা হয়। ভোলা ডায়াগণষ্টিক ও ক্লিনিক মালিক সমতিরি সহযোগিতায় রবিবার দুপুর সোয়া ১ টার সময় জেলা পরিষদ কার্যলয়ের কম্পাউন্ডে এই ব্যাতিক্রমধর্মী অনুষ্টানটির আয়োজক ও উদ্যক্তা হিসেবে কাজ করেছে ভোলা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( বিডিএফ)। স্বাস্থ্যকার্ড কার্ড বিতরনের মাধ্যমে বিনা মূল্য স্বাস্থ্য সেবা পাবেন ভোলার ৫০ জন হতদরিদ্র প্রতিবন্ধিরা, অনুষ্ঠানে এমনটাই ঘোষনা দিলেন ডায়াগণষ্টিক ও ক্লিনিক মালিক সমিতির সম্পাদক। এই অনুষ্ঠানটির প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধিদের মাঝে স্বাস্থ্যকার্ড বিতরন করেছেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, জেলা ডায়াগণষ্টিক ও ক্লিনিক মালিক সমতিরি সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান, সিনিয়র সাংবাদিক ও দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা প্রেসক্লাবের সম্পাদক অমিতাব রায় অপু ও বিডিএফ’র নের্তৃবিন্দ। এ সময় বক্তারা সংগঠনের উদ্যক্তাদের প্রশংসা করে বলেছেন, বর্তমানে দেশে মাদক,দুর্নীতি, গুজব সন্ত্রাস যে ভাবে বৃদ্ধি পেয়েছে, সে সময় এমন একটি ব্যাতিক্রমধর্মী অুনুষ্টান করার জন্য উদ্যক্তাদের ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেছেন এই ধরনের হতদরিদ্র প্রতিবন্ধিদের কিভাবে স্বনির্ভর করা যায় তার জন্য সরকার কাজ করছেন। ভোলায় প্রায় ৫ হাজার প্রতিবন্ধি রয়েছে। তার মধ্যে ৩ হাজার প্রতিবন্ধি সরকারী ভাতা পাচ্ছেন, বাকিদের ও সরকারী ভাতার আওতায় আনার জন্য জেলা সমাজ সেবা অধিদপ্তর কাজ করছেন। আগামীতে যাহাতে কেউ এই প্রতিবন্ধিদের কেউ সমাজের বোঝা মনে না করছেন তার জন্য আমাদের সকলকে এগিয়ে এসে তাদের জন্য কাজ করতে হবে। তাহলেই একটি প্রগতিশীল সমাজ ব্যবস্থায় উন্নত করতে পারবো।

SHARE