উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ শুরু

বিশেষ প্রতিনিধিঃ
উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১শ’ ১৭ টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (২৪ মার্চ) সকাল ৮টা শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বিঘ্নে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্র ও এর আশেপাশে মোতায়েন রয়েছে পুলিশ, র‌্যাব ও আনসারের পাশাপাশি বিজিবি সদস্য। রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে এরইমধ্যে কেন্দ্র কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ নির্বাচনী সরঞ্জাম।

তৃতীয় ধাপে রংপুর, বরিশালসহ ২৫ জেলার ১শ’ ১৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এতে চেয়ারম্যান পদে ৩শ’ ৫৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬শ’ ০৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪শ’ ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে চেয়ারম্যান পদে ৩৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

SHARE