মনপুরায় দোকান পুড়ে যাওয়া ব্যবসায়ীদের মাঝে এমপি জ্যাকবের অনুদান বিতরণ।

 

শহিদুল ইসলাম মনপুরা প্রতিনিধি।মনপুরায় উপজেলার ৩ নং উওর সাকুচিয়া ইউনিয়নের আনন্দবাজারে সোমবার বিকাল তিনটায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে যায় ১২ টি দোকানঘর।দোকান পুড়ে যাওয়া ব্যবসায়ীদের মাঝে মঙ্গলবার বিকাল ৫টায় এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের পক্ষ থেকে প্রত্যেককে নগদ দশ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের পক্ষ থেকে অনুদান প্রদান করেন, মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মিসেস সেলিনা আক্তার চৌধুরী, মনপুরা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ কে এম শাহাজান, মনপুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোশারফ হোসেন মজনু ফরাজী, মনপুরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রাশেদ মোল্লা, প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন, মনপুরা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ ছালাউদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর ওয়ারলেস অপারেটর মোঃ শহিদুল ইসলাম, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ইউপি সদস্য সিরাজ কাজী, ইউপি সদস্য মোঃ সোহেল, রেড ক্রিসেন্ট মনপুরা উপজেলা ইউনিট টিম লিডার মোঃ আওলাদ মাতব্বর।এ সময় দোকান পুড়ে যাওয়া ব্যবসায়ী ও ঘর মালিকদের মাঝে মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী সান্তনা দেন।

SHARE