নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, এসপি সাইফুল ইসলাম

 

মনজু ইসলাম।। ভোলা জেলার সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিয়ম সভা অনুষ্ঠিতআজ বুধবার (২৯ ডিসেম্বর) ভোলা সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী ০৫ জানুয়ারি ২০২২ খ্রিঃ ভোলা জেলার সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষে সকল পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচন আচরণ বিধি প্রতিফলন ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা প্রশাসক,গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার।সভায় পুলিশ সুপার বলেন আসন্ন ভোলা সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যেই সকল ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের হুশিয়ারি প্রদান করেন। কোনো প্রার্থী বা তার সমর্থকরা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন কিনা সেই ব্যাপারে ইতোমধ্যে সাদা পোশাকে পুলিশ পর্যবেক্ষণ করছেন। নির্বাচনী প্রচারণায় আতশবাজি ব্যবহার বন্ধ, নির্বাচনের ৬০ ঘন্টা পূ্র্বে বহিরাগতদের এলাকা ত্যাগ, মটর সাইকেল চলাচল বন্ধ এবং বৈধ অস্ত্র বহনে নিষেধাজ্ঞা সহ নির্বাচনী আচরন বিধির যথাযথ বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।সভায় আরও উপস্থিত ছিলেন আবদুল মমিন টুলু, চেয়ারম্যান, জেলা পরিষদ, জেলা নির্বাচন অফিসার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ ভোলা সদর সডেল থানা সহ ভোলা সদর উপজেলার সকল পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ।

SHARE