ইভটিজিং ও মাদকে কোন আপোষ নয়– ওসি এনামুল

মিলি সিকদার,ভোলা:
ইভটিজিং আর মাদকের সাথে কোনপ্রকা আপোষনেই মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার স্যারের ঘোষিত যুদ্ধ চলবে ভোলার বোরহানউদ্দিন থানার নবাগত অফিসার ইনচার্জ ম.এনামুল হক উপজেলার কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভায় খোলামেলা এসব কথা বলেন। তিন পুলিশ সুপার মোক্তার হোসেন পিপিএম এর কথা উল্লেখ করে বলেন, ভোলায় মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার মোহদয় যে জেহাদ ঘোষনা করেছেন তা ইতিমধ্যে শতভাগ সফল হয়েছে। এই সফলতা ধরে রাখতে হলে সাংবাদিকদের সবার আগে এগিয়ে আসতে হবে। সাংবাদিকরা চাইলে বোরহানউদ্দিন থেকে সকল অপরাধের মূলউৎপাটন করা সম্ভব হবে। এসময় সভায় ওসি তার ব্যাক্তিগত জিবনের পরিচয় তুলে ধরেন। শনিবার রাতে বোরহানউদ্দিন থানায় এ সভা অনুষ্টিত হয়। পরিচিতি ও মতবিনিময় সভায় ওসি এনামুল হক আরো বলেন, ইভটিজিং ও মাদকের সাথে আমাদের কোন আপস নয়, আপনারা মাদক ক্রেতা ও বিক্রেতাদের বিরুদ্ধে সঠিক সংবাদ প্রকাশ করুন। মাদক একটি পরিবারকে ধবংস করে। তিনি আরো বলেন, আপনারা আমাদেরকে সকল অপরাধের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। সভায় বোরহানউদ্দিন প্রেস ক্লাবের সদস্যরা উপস্হিত ছিল, সম্পাদক মোঃ মনিরুজ্জামান, যোগদানকারী ওসি কে স্বাগত জানিয়ে বলেন, আপনাদের দিন রাত পরিশ্রম আমাদের স্বস্তি ও আইন শৃঙ্গলা পরিস্তিতি ভালো থাকবে।আপনাদের সকল ভালো কাজের সর্বদা সমর্থন করবে জার্নালিস্ট এসোসিয়েশন। তিনি মাদক ও ইভটিজিং এর প্রতি জিরো টলারেঞ্জ নীতি গ্রহণের আহবান জানান। সভায় আরো বক্তব্য রাখেন রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ শিপন, বোরহানউদ্দিন ফেডারেল এসময় সাংবাদিক মিলি সিকদার সহ উপজেলার কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

SHARE