লঞ্চ চলাচল বন্ধ,হামুন মোকাবেলায় প্রস্তুতি সভা।

 

মনজু ইসলাম।। ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় প্রস্তুতি সভা করেছে ভোলা জেলা প্রশাসন। ইতোমধ্যে ভোলায় ৭ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে । ঘুর্ণিঝড় হামুন মোকাবেলায় ভোলায় ৭৪৩ টি আশ্রয়ণ কেন্দ্র ও সকল মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জেলা প্রশাসক কার্যালয়সহ সাত উপজেলায় মোট ৮টি কন্ট্রোল রুম চালু করা হয়েছে।প্রস্তুত করা হয়েছে ১৩ হাজার ৮শত ৬০ জন সিপিপি ভলান্টিয়ার ও ৯২ টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে বলে জানান জেলা প্রশাসক আরিফুজ্জামান ।এছাড়া সকাল থেকে ভোলার সকল রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে।নিম্ন অঞ্চলের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে আনতে উপকূলীয় নদীতে নৌকা, ট্রলার প্রস্তুত রাখা হয়েছে। দুপুরের দিকে চরাঞ্চলের আশ্রয়কেন্দ্রগুলোতে বাসিন্দাদের আনা শুরু হবে। প্রয়োজনে স্কুল, কলেজ, মাদ্রাসাগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। জেলেরা যারা সাগরে বা দূরবর্তী স্থানে রয়েছে তাদেরকে নিরাপদ স্থানে সরে আসার জন্য খবর পাঠানো হচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থান গুলোর বেড়িবাঁধের তদারকি চলছে।ঘূর্ণিঝড় পূর্ববর্তী প্রস্তুতি, ঘূর্ণিঝড় কালিন ও ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার অভিযান এই ৩টি ধাপে ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।এছাড়াও সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে।এদিকে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সকাল থেকে আকাশ মেঘাছন্ন রয়েছে ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখন পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদী স্বাভাবিক রয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE