ভোলায় বিনামূল্যে ৩১ জন নারী প্রশিক্ষাণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

অনলাইন ডেস্ক।। টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) সফলতা অর্জনের লক্ষ্যে আজ সকালে আনাস বিন মালেক (রাঃ) ইসলামিক কমপ্লেক্স হলরুমে সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সার্পোট এর আয়োজনে বিতরন অনুষ্ঠানে ৩১ জন নারী প্রশিক্ষাণার্থীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জাতীয় বন্ধুজন পরিষদ ভোলা জেলার সমন্বয়কারী ও ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল। বিশেষ অতিথি (প্রাক্তন অধ্যক্ষ) জাহান জেব আলম, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ, প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন ভোলা জেলা শাখার সাবেক সভাপতি মোঃ সোলাইমান বাবুল সহ অন্যান্য বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE