উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে তজুমদ্দিন মিডিয়া হাউজের সৌজন্যে সাক্ষাৎ।

মোঃ নুরুল আহাদ তসলিম -তজুমদ্দিন প্রতিনিধি।
আজ তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী পরিচালিত তজুমদ্দিন মিডিয়া হাউজের সৌজন্যে সাক্ষাৎ হয়। এই সময় মিডিয়া হাউজের সভাপতি জনাব মোঃ হেলাল উদ্দিন এবং সেক্রেটারি জনাব মোঃ নুরুল আহাদ তসলিম উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন মিডিয়া হাউজের চাঁদপুর ইউনিয়নের আহ্বায়ক জনাব মোঃ আহসান হাবীব মামুন, শম্ভুপুর ইউনিয়নের আহ্বায়ক জনাব মোঃ লোকমান হোসাইন, তানভীর হাসান শিবলী সদস্য, আবিদ হাসান সদস্য সহ আরো অনেকে। এই সময় মিডিয়া হাউজের সভাপতি জনাব মোঃ হেলাল উদ্দিন বলেন, স্যার অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে আমরা তজুমদ্দিন উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা গুলো পরিদর্শন করে দেখি কিছু অসঙ্গতি আছে। এ ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। এরমধ্যে তজুমদ্দিন মডেল মসজিদের অব্যবস্থাপনা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বেহাল অবস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই বিষয়গুলো নিয়ে খুবই উদ্বিগ্ন। আপনি অভিভাবক হিসেবে আমরা আপনাকে এ সম্পর্কে অবগত করতে আসলাম। তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ তাদের কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং আশ্বস্ত করেন যে, আমাকে আপনারা লিখিতভাবে জানান আর আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ মিডিয়া হাউজের সকল সদস্যর সঙ্গে পরিচয় বিনিময় করেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE